ডিপিএল ২০২০

পরিস্থিতি স্বাভাবিক হলেই ডিপিএল, সিসিডিএমের বার্তা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:41 রবিবার, 10 মে, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে আছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। যদিও ঈদের পরেই ডিপিএল শুরুর দাবি করেছিল, ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

রবিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে, ঈদের পরও ডিপিএল শুরু হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ঈদের পর এই সিদ্ধান্ত নিতে গেলে অনেক কিছু বিবেচনা করতে হবে তাঁদের। এরপরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে সিসিডিএম। 

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পরামর্শের পাশাপাশি বাকি বোর্ডগুলোর কর্মকান্ডের দিকেও চেয়ে আছে সিসিডিএম। এছাড়া সরকারের নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোন কিছু নিশ্চিত নয় বলে জানিয়েছেন সিসিডিএম সভাপতি কাজী এনাম আহমেদ।

কাজী এনাম বলেন, 'আমাদেরকে অনেক কিছু বিবেচনা করতে হবে। আইসিসির পরামর্শের ব্যাপার আছে এখানে, তারা কিভাবে কি করতে বলেন। এছাড়া বাকিবোর্ডগুলোও কিভাবে খেলা শুরু করে সেটাও দেখতে হবে। আমরা পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেব।' 

'যেমন নিউজিল্যান্ডে করোনাভাইরাসের রুগী নেই, তাঁরা চাইলেই শুরু করতে পারে কিন্তু যুক্তরাষ্ট্র তা পারবে না। আমাদের দেশের পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করবে। সরকারের ছাড়পত্র লাগবে। সব কিছু বিবেচনা করে যেটা সঠিক মনে হবে সেটাই করা হবে।'

শনিবার (৯ মে) সংগঠনটি নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল ঈদের পর ডিপিএল শুরুর জন্য সিসিডেমকে চিঠি পাঠানো হবে। কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল বিষয়টি নিশ্চিত করেছিলেন। 

তিনি বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে বোর্ডকে চিঠি দেওয়ার বিষয়টি আগেই ঠিক হয়ে আছে। তবু শনিবারের সভায় আরেকটু আলোচনা করেই আমরা সেটি দেব। আমরা দাবি জানাব ঈদের পরপরই যেন ডিপিএল আবার শুরু করে দেওয়া হয়।’