সিপিএল

সারওয়ান করোনা ভাইরাসের চেয়েও খারাপঃ গেইল

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 15:36 মঙ্গলবার, 28 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৯ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসের সঙ্গে তিন বছরের চুক্তি হয় ক্রিস গেইলের। কিন্তু চলতি বছর গেইলকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এতে যারপরনাই হতাশ হয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম এই হটকেক। 

এর জন্য গেইল দায়ী করেছেন তালাওয়াসের সহকারী কোচ রামনারেশ সারওয়ানকে। সাবেক সতীর্থের কারণেই আগেভাগে দল ছাড়তে হয়েছে বলে বিশ্বাস করেন তিনি। শুধু তাই নয়, সারওয়ানকে করোনাভাইরাসের চেয়েও খারাপ হিসেবে আখ্যা দিয়েছেন গেইল!

একটি ভিডিও বার্তায় গেইল বলেছেন, ‘সারওয়ান তুমি বর্তমানে করোনা ভাইরাস থেকেও খারাপ। তালওয়াসে যা হয়েছে তাতে তোমার হাত রয়েছে, কেননা তুমি ও মালিকপক্ষ একই রকম। অথচ তুমি আমার শেষ জন্মদিনের পার্টিতে জ্যামাইকাতে এসে লম্বা এক ভাষণে বলেছিলে, কিভাবে আমরা উঠে এসেছি।’

এখানেই অবশ্য ক্ষান্ত দেননি গেইল। সারওয়ানকে সাপের সঙ্গে তুলনা করার পাশাপাশি তাঁকে একজন প্রতিহিংসাপরায়ন ব্যক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। ৪০ বছর বয়সী গেইল রীতিমত কঠোর সমালোচনাই করেন সারওয়ানের। 

গেইলের বক্তব্য, ‘সারওয়ান তুমি একটা সাপ, তুমি খুবই প্রতিহিংসাপরায়ণ, তোমার মাঝে এখনও পূর্ণতা আসেনি। তুমি এখনও মানুষের পিঠে ছুরি বসাতে পারো। তুমি এখনও খবর বহন করো।’

ভারতের লেগ স্পিনার যুবেন্দ্র চাহালকে নিয়েও সম্প্রতি মন্তব্য করেছেন গেইল। চাহালের টিকটক প্রীতি মানতে না পারায় তাঁকে সরাসরি ব্লক দেয়ার কথা জানান গেইল। এবার সারওয়ানকে নিয়েও কটূক্তি করলেন ক্যারিবিয়ান এই ব্যাটিং ঝড়।