সিপিএল ২০২০

আবারও দল বদল গেইলের, খেলবেন স্যামির নেতৃত্বে

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:04 বৃহস্পতিবার, 23 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট||

আবারও দল পাল্টেছেন ক্রিস গেইল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২০ মৌসুমে সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলবেন টি-টোয়েন্টির এই ফেরিওয়ালা। এ নিয়ে সিপিএলের ৮ আসরে চতুর্থবারের মতো দল বদলেছেন তিনি।

সিপিএলের প্রথম চার আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেছেন গেইল। দলটির হয়ে দুইবার জেতেন শিরোপাও। এরপর দুই আসরে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের জার্সিতে মাঠে নেমেছেন তিনি।

গেল মৌসুমে সেন্ট কিটস ছেঁড়ে আবার ফেরেন জ্যামাইকাতে। ১০ ইনিংসে করেন ২৪৩ রান। যদিও একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ব্যাটসম্যান।তারপরও টেবিলের তলানী থেকে আসর শেষ করে জ্যামাইকা।

গেইলের সেন্ট লুসিয়াতে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলপতি ড্যারেন স্যামি। গেইলকে দলে পেয়ে উচ্ছ্বসিত তিনি। তরুণ ওপেনাররা গেইলের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই অধিনায়কের।

স্যামি বলেন, 'এখন আমার দলে ’ইউনিভার্স বস’, অধিনায়ক হিসেবে আমার জন্য ও সেন্ট লুসিয়া জুকসের জন্য এটি দারুণ খবর। ক্রিস বিশ্বের অন্যতম সফল টি-টোয়েন্টি ব্যাটসম্যান। আমাদের তরুণ ওপেনাররা ক্রিসের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।'

চলতি বছরের ১৯ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে শুরু হওয়ার কথা সিপিএল। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট নিয়ে রয়েছে অনিশ্চয়তা। দর্শকশূন্য স্টেডিয়ামে অথবা বিদেশি খেলোয়াড় ছাড়া টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যথাসময়ে মাঠে না গড়ালে ডিসেম্বর পর্যন্ত পিছিয়েও যেতে পারে সিপিএল।