ডিপিএল

ক্রিকেটের সঙ্গে বেইমানি করতে পারব নাঃ সুজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:09 সোমবার, 20 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

প্রতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে শক্তিশালী দল গঠন করে আবাহনী লিমিটেড। জাতীয় দলের ক্রিকেটারে ভরপুর থাকে দলটির স্কোয়াড। তবুও আবাহনীর শিরোপা জেতা নিয়ে থাকে বিতর্ক। এ দেশের ক্রিকেট পাড়ায় বিতর্কের উঁচু স্থানে থাকা খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে থাকায় দলটিকে নিয়ে বিতর্ক যেন আরও বেশি। তবে এসব নিয়ে চিন্তিত নন সুজন। সাফ জানিয়ে দিলেন, ক্রিকেটের সঙ্গে বেইমানি করার কথা ভাবতেও পারেন না তিনি।

সমকালকে দেয়া সাক্ষাৎকারে এই বোর্ড পরিচালক বলেন,  'আবাহনীতে কাজ করি সুযোগ-সুবিধা ভালো হওয়ায়। এই চাকরি করেই জীবিকা নির্বাহ করি। একটা কথা বলতে চাই, ক্রিকেটের ক্ষেত্রে আমি সতর্ক থাকতে চাই, ক্রিকেটের জন্যই আজ আমি খালেদ মাহমুদ সুজন। এই খেলার সঙ্গে আমি বেইমানি করতে পারব না।'

প্রিমিয়ার লিগে আম্পায়ারিংয়ে ভুল হলে সেই দায় পড়ে আবাহনীর ঘাড়ে- দেশের ঘরোয়া অঙ্গনে এমন নজিরও আছে। এছাড়া ম্যাচ বিষয়ক যেকোনো সুবিধা পেয়ে থাকে আবাহনী- এমন কথাও শোনা যায় ক্রিকেট পাড়ায়।

এগুলোর বিরোধিতা করে সুজন বলেন, 'আবাহনী যে দল বানায় তাদের চুরি করে চ্যাম্পিয়ন হওয়ার দরকার পড়ে না। এ বছরও আবাহনীতে জাতীয় দলের নয়জন খেলছে। বাকিরাও জাতীয় দলে খেলার মতো। আম্পায়ারিংয়ে ভুল হয় বা খারাপ হয়। সেটা তো আমার দায় নয়। এ বছর আবাহনীতে লিটন, নাঈম শেখ, শান্ত, মুশফিক, আফিফ, মোসাদ্দেক, সাইফউদ্দিন, বিপ্লব, আরাফাত সানি খেলছে।

এই দল চ্যাম্পিয়ন না হলে কষ্টের ব্যাপার। জানি না মানুষ এগুলো কেন বলে। আবাহনী প্রভাব খাটিয়ে চ্যাম্পিয়ন হয়, এটা বলা হলে ক্রিকেটারদের ছোটো করা হয়। এতগুলো জাতীয় দলের ক্রিকেটার খেলে আবাহনীতে, তাদের ম্যাচ জিততে আম্পায়ারের সাহায্য নিতে হবে কেন?'

করোনাভাইরাসের প্রকোপের কারণে এ বছরের প্রিমিয়ার লিগ স্থগিত করা হয়েছে।