প্রিমিয়ার লিগ

বিসিবি ও সরকারের কাছে পারটেক্স কোচের আবেদন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:31 রবিবার, 19 এপ্রিল, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের আসর। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এবং কবেই বা মাঠে গড়াবে টুর্নামেন্টটি সেটি নিয়ে সন্দিহান সকল ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা।

হুট করে প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন কোচ এবং খেলোয়াড়রা। তবে এরপরও জীবনের স্বার্থে সবকিছু মেনে নিতে হচ্ছে কোচদের। পারটেক্স স্পোর্টিং ক্লাবের কোচ রেজাউল হকও তাই সিসিডিএমের এই সিদ্ধান্তকে (খেলা বন্ধ রাখা) স্বাগতই জানিয়েছেন।  

রেজাউল হক বলেছেন, 'খেলা বন্ধ করার সিদ্ধান্তটা একদম ঠিক। আরও আগে নিশ্চিত করলে ভালো হত। এখন তো জীবন  নিয়ে টানাটানি। কখন কি হবে বলা মুশকিল। তবে ক্ষতিও হয়েছে কারণ আর্থিক কিছু ব্যাপার আছে।'

বোর্ড কিংবা ক্লাব থেকে খেলোয়াড়দের বেতন দেয়া হলেও বিপাকে পড়তে হয়েছে কোচদের। খেলা বন্ধ থাকায় তাই সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কোচদেরই। এক্ষেত্রে বিসিবি এবং সরকারের কাছে রেজাউল হক আকুল আবেদন করেছেন যেন তাঁদের আর্থিক বিষয়টি দেখভাল করা হয়।

পারটেক্স কোচ বলেন, 'খেলোয়াড় না না হয় বেতন পাচ্ছে বা বোর্ড সাহায্য করছে। কিন্তু কোচরা? আমরা তো বোর্ডের অধীনে নেই। আমাদের আর্থিক দিকটা কিভাবে চলবে কে জানে। আশা করি সরকার বা বোর্ড আমাদের কোচদের দিকে তাকাবে।'