পিএসএল

হেলসের এক ম্যাসেজে স্থগিত হয়েছিল পিএসএল!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:12 শুক্রবার, 17 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল বাকি ছিল পাকিস্তান সুপার লিগের। তবুও তা স্থগিত করতে হয়েছে করোনাভাইরাস আতঙ্কে। এবার জানা গেল, আসরটি স্থগিত করার পেছনে ভূমিকা আছে অ্যালেক্স হেলসের।

১৫ মার্চে করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটরসের মধ্যকার ম্যাচটি ছিল এবারের পিএসএলের শেষ ম্যাচ। করাচি কিংসের হয়ে সেই ম্যাচটি খেলা হয়নি ইংলিশ ওপেনার হেলসের।

করোনা ভাইরাস সেই সময়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সব দেশের ফ্লাইটের নিষেধাজ্ঞাও শুরু হতে থাকে ঐ সময়। ফলে ১২ মার্চের ম্যাচটি খেলেই ইংল্যান্ডে ফিরে যান হেলস। দেশে ফিরে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে অবস্থান করেন তিনি।

এদিকে দেশে ফিরেও স্বস্তিতে ছিলেন না হেলস। করোনা উপসর্গ আছে তাঁর শরীরে, এমনটা মনে করছিলেন তিনি। যার কারণে করাচির মালিক সালমান ইকবালসহ পুরো দলকে মুঠোফোন বার্তায় সতর্ক করেন হেলস। যার নেপথ্যে স্থগিত হয়ে যায় পিএসএল।

করাচির মালিক সালমান ইকবাল সম্প্রতি বলেন, ‘পাকিস্তানে তখন রাত ২টা বাজে। আমরা অ্যালেক্স হেলসের একটা মেসেজ পেলাম। ও লিখেছিল, "বস, আমার কোভিড-১৯ উপসর্গ দেখা দিয়েছে। আমি মনে করি আপনাদের সবার পরীক্ষা করান উচিৎ।" এই মেসের পরপরই কোচ ডিন জোনস কল দিয়ে বলল, সে এখনই আমার সঙ্গে দেখা করতে চায়।’

সালমান আরও বলেন, ‘আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। আপনার উপসর্গ থাকলে নিজেকে আইসোলেশনে রাখতে হবে। আমি চেষ্টা করছিলাম হেলসের পরীক্ষার ব্যবস্থা করতে। এমনকি লন্ডনে আমার ডাক্তারকেও বলেছিলাম, সে যদি হেলসের কাছে যেতে পারে। তবে তা হয়নি। শেষপর্যন্ত দলের সবার পরীক্ষা করা হয়। সবাই এতে ভয় পেয়ে গিয়েছিল এবং পরদিনই টুর্নামেন্ট স্থগিত করা হয়।’