ইতিহাসে এই দিনে

আশরাফুলের মহাকাব্যের ১৩ বছর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:09 মঙ্গলবার, 07 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ঠিক তেরো বছর আগে আজকের এই দিনে মোহাম্মদ আশরাফুলের ব্যাটে এক মহাকাব্যের রচনা হয়েছিল। ২০০৭ বিশ্বকাপে ৭ এপ্রিল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারিয়েছিল টাইগাররা।

এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে শন পোলক, মাখায়া এনটিনি, আন্দ্রে নেল, জ্যাক ক্যালিস, চার্ল ল্যাঙ্গাভেল্টদের নিয়ে গড়া বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের টপ অর্ডার।

১৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৬৯ রান। এরপর ব্যাটিংয়ে নামেন আশরাফুল। প্রথম বলেই বাউন্ডারি পেয়েছিলেন তিনি। এরপর ব্যাটসম্যানদের আসা যাওয়া থাকলেও একপ্রান্ত আগলে রেখে ১২টি চারে ৮৩ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি।

এরপর আফতাব আহমেদের ৩৫ রান এবং মাশরাফি বিন মুর্তজার ঝড়ো ২৫ রানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ। যদিও এই লড়াইয়ের পুঁজির পুরো কৃতিত্ব দিতে হবে আশরাফুলকে। তিনি শেষ পর্যন্ত খেলে বাংলাদেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন।

এরপর বোলারদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ১৮৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। এর ফলে প্রথমবারের মতো প্রোটিয়া বধের স্বাদ পায় লাল সবুজের দল। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেন আশরাফুল।

প্রোটিয়াদের গুটিয়ে দিতে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৩টি, সৈয়দ রাসেল এবং সাকিব আল হাসান নেন দুটি উইকেট নিয়ে বড় অবদান রাখেন। এ ছাড়া একটি উইকেট যায় মোহাম্মদ রফিকের ঝুলিতে।