করোনা পরিস্থিতি

ঘরেই নামাজ পড়ার আহ্বান ইরফানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:13 সোমবার, 06 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

করোনাভাইরাসের প্রকোপের কারণে ভারতে চলছে ২১ দিনের লক ডাউন। এমন অবস্থায় মসজিদেও নামাজ পড়তে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

এমন অবস্থায়, সাধারণ মানুষকে ঘরেই নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ঘর পরিষ্কার করে নামাজের জন্য উপযুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এটা ভেবো না যে মসজিদে যেতে মানা করা হয়েছে। বরং এটা ভাবো যে সব ঘরকে মসজিদ বানাতে বলা হয়েছে। আমাদের মতো আমাদের ঘরও অপরাধি হয়ে গেছে। আসুন ঘরটাকে পরিষ্কার করি। ঘরেই নামাজ পড়ি।'

করোনার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ভারতের খেটে খাওয়া মানুষরা। একদিন আগেই তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ইরফান এবং তাঁর ভাই ইউসুফ পাঠান।

দুইজনেই ঠিক করেছেন গুজরাটের বরোদা এলাকায় গরীব ও দুস্থ মানুষদের মধ্যে ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু বিতরণ করবেন। এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে কয়েকদিন আগেই স্থানীয় প্রশাসনের হাতে ৪ হাজার মাস্ক তুলে দিয়েছিলেন দুই ভাই।

এ প্রসঙ্গে দুই ভাই বলেন, 'এই সঙ্কটজনক মুহুর্তে সরকারকে যে কোন রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। আগামী কয়েকদিন আরও কঠিন হতে চলেছে। এই অবস্থায় দেশের মানুষকে আমাদের আবেদন ঘরে থাকুন, নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দিন, আপনার চারপাশের মানুষগুলোর যত্ন নিন।'