ভারতীয় ক্রিকেট

দাবা ছেড়ে ক্রিকেটকেই বেছে নিয়েছিলেন চাহাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:38 সোমবার, 06 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের সংক্রামণের কারণে সারা বিশ্বের মতো ভারতের ক্রিকেটাররাও ঘরবন্দি। এমন সময় ঘরে দাবা খেলে সময় পার করছেন ভারতের স্পিনার যুবেন্দ্র চাহাল।

ক্রিকেটার না হলে একজন দক্ষ দাবাড়ু হতে পারতেন চাহাল। খুব কম বয়সেই দাবায় হাত পাকিয়েছিলেন তিনি। অনূর্ধ্ব-১২ জাতীয় দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের এই স্পিনার। বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করার কীর্তিও আছে তাঁর।

যদিও ক্রিকেট আর দাবার মাঝ থেকে ক্রিকেটকেই বেছে নিয়েছেন তিনি। দাবা ছেড়ে ক্রিকেটার হলেন কেন সেই প্রশ্নের জবাবে চাহাল বলেছেন, ‘দাবা কিংবা ক্রিকেট যেকোনো একটা বেছে নেওয়ার সুযোগ ছিল আমার। বাবার সঙ্গে কথা বললাম। তিনি বললেন, তোমার ইচ্ছে। ক্রিকেটেই আমার আগ্রহটা বেশি ছিল। এ কারণে ক্রিকেটই বেছে নিয়েছি।'

ক্রিকেটার হলেও দাবা তাঁকে ধৈর্য ধরতে শিখিয়েছিল। এমনটা জানিয়ে চাহাল বলেন, ‘দাবা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। ক্রিকেটে অনেক সময় ভালো বোলিং করেও উইকেট পাওয়া যায় না। টেস্ট ম্যাচে পুরো দিন ভালো বোলিং করলেন কিন্তু উইকেট পেলেন না। পরের দিন আপনাকে আবার ফিরে আসতে হবে। কাজেই আপনাকে ধৈর্য ধরতে হবে। এখানেই দাবা আমাকে অনেক সহায়তা করে। ধৈর্য ধরা শিখেছি। এভাবে ব্যাটসম্যানকে আউট করতে পারি।’

সারা ক্রিকেট বিশ্ব যখন করোনা আতঙ্কে তখন চাহাল পরিবারের সঙ্গে সময় কাটানোর ফুসরত পেয়েই আনন্দিত। তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে খুব একটা সময় কাটানো হয় না। অনেক বছর পর লম্বা সময় বাড়িতে কাটছে। এটা ভালো ও নতুন এক অভিজ্ঞতা। বাড়িতে আমি ঘুমাতে যাই দেরিতে। উঠিও দেরিতে। পরিবারের সঙ্গে সময় কাটানো হয় আসলে সন্ধ্যায়।’