বাংলাদেশ ক্রিকেট

করোনার ইতিবাচক দিক খুঁজে পেলেন মুমিনুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:35 সোমবার, 06 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের প্রকোপের কারণে কয়েক সপ্তাহ ধরে ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা বন্ধ। যার যার বাসায় অবস্থান করছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। এই সময়ের উপকারি দিক খুঁজে পেয়েছেন মুমিনুল হক।

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের মতে, এই সময়টা পরিবারকে দিতে পারছেন ক্রিকেটাররা। সারা বছর একটানা খেলার কারণে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের কাছে তাই এটাই বড় সুযোগ, মনে করছেন মুমিনুল।

এনটিভিকে মুমিনুল বলেন, 'ক্রিকেটাররা সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পায় না। এটা তাদের জন্য বড় সুযোগ। আমিও পরিবারকে সময় দিচ্ছি। পরিবারের সঙ্গে কথা বলছি প্রতিদিন।'

একইসঙ্গে ক্রিকেট মিস করার আফসোস রয়েছে মুমিনুলের। ব্যাট হাতে আবারও ২২ গজে ফিরে যেতে মুখিয়ে আছেন তিনি।

মুমিনুল আরও বলেন, 'তবে ক্রিকেটকে অনেক মিস করছি। মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি। নেটে অনুশীলন করতে ইচ্ছে হচ্ছে। যদিও বাসায় চেষ্টা করছি প্রতিদিন অনুশীলন করার। এভাবে কতদিন থাকতে হবে জানি না।'