বাংলাদেশ ক্রিকেট

পরবর্তী জন্মদিনের আগে জাতীয় দলে ফেরার আশায় তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:15 রবিবার, 05 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

দুই বছর ধরে জাতীয় দলের বাইরে তাসকিন আহমেদ। মাঝে স্কোয়াডে জায়গা মিললেও একাদশে জায়গা হয়নি। আবার চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরেও থাকতে হয়েছে এই পেসারকে।

জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন তাসকিন। ৩ এপ্রিল ২৫ বছরে পা দিয়েছেন এই পেসার। আশায় আছেন, ২৬তম জন্মদিনের আগে জাতীয় দলে ফিরে আসবেন। দলে ফিরতে যথেষ্ট পরিশ্রম করছেন তিনি। কারণ ডানহাতি এই পেসারের লড়াইটা নিজের সঙ্গেই। 

ইংরেজি দৈনিক নিউএজকে দেয়া এক সাক্ষাতকারে তাসকিন বলেন, 'আশা করছি পরবর্তী জন্মদিনের আমাকে জাতীয় দলের জার্সিতে দেখতে পারবেন। একাদশে সুযোগ পাওয়া তো আমার হাতে নেই।'
 
'আমার কাজ কঠিন পরিশ্রম করা। সেটাই করছি। বাড়তি কিছু নিয়ে ভাবছি না। কোনো বাড়তি চ্যালেঞ্জও নিচ্ছি না। আমি যা মনে করছি তা খোলামেলা ভাবে বলবো না। আমার লড়াইটা আমার নিজের সঙ্গেই।'

এ পর্যন্ত ৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৫টি উইকেট নিয়েছেন তাসকিন। এ ছাড়া ৫টি টেস্ট ম্যাচ খেলে ৭ উইকেট রয়েছে তার ঝুলিতে। ১৯ টি-টোয়েন্টি খেলে ১২ উইকেট পেয়েছেন এই তরুণ পেসার।