আইপিএল

আইপিএল হবে, বিশ্বাস পিটারসেনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 শনিবার, 04 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। তবে করোনাভাইরাসের সংক্রামণের কারণে তা পিছিয়ে দেয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। যদিও বর্তমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছে এই সময়েও মাঠে গড়াচ্ছে না আইপিএল।

সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন অবশ্য আইপিএলের আশা ছাড়ছেন না। তিনি আশাবাদী ছোটো পরিসরে হলেও আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হবে। প্রয়োজনে দর্শকবিহীন মাঠে এই টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিয়েছেন এই সাবেক তারকা ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'জুলাই-আগস্টে আইপিএল হতে পারে। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি আইপিএল হবে। আমি মনে করি আইপিএল দিয়েই ক্রিকেট মৌসুম শুরু হবে। বিশ্বের প্রত্যেকটি খেলোয়াড় আইপিএল খেলতে মুখিয়ে আছে।'

পিটারসেনের বিশ্বাস এই মুহূর্তে মাঠে গিয়ে দর্শকদের খেলা দেখা উচিত হবে না। সেই সঙ্গে আগামী আরও কিছু দিন তাদের সরাসরি খেলা দেখতে না যাওয়ার জন্য আহ্বান করেছেন এই সাবেক ইংলিশ তারকা।

তিনি বলেন, 'আমি মনে করি এই মুহূর্তে দর্শকদের ঝুঁকি নেয়া ঠিক হবে না। তাদের বোঝা উচিত তারা এই মুহূর্তে খেলা দেখতে পারবে না এবং বেশকিছুদিন তাদের সরাসরি খেলা দেখা থেকে দূরে থাকতে হবে।'