ডিপিএল

অপূর্ণ স্বপ্নের আক্ষেপ যুব বিশ্বকাপ তারকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:02 শুক্রবার, 03 এপ্রিল, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে গাজি গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলার কথা ছিল তরুণ অফ স্পিন অলরাউন্ডার শাহাদাত হোসেন দিপুর। কিন্তু মরণঘাতী করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় একটি ম্যাচও খেলতে পারেননি এই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী সদস্য।  

মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বন্ধ রাখা হয়েছে সব ধরণের টুর্নামেন্ট। এমতাবস্থায় প্রিমিয়ার লিগ ঠিক কবে নাগাদ মাঠে গড়াবে সেটিও এখন নিশ্চিত নয়।

এক্ষেত্রে সবচেয়ে বেশি আফসোস হওয়াটা অমূলক নয় অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের। কারণ এবারের আসরে বিশ্বকাপ জয়ী বেশ কিছু সদস্য সুযোগ পেয়েছিলেন প্রিমিয়ার লিগে খেলার। যে তালিকায় রয়েছেন দিপুও।

মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকদের সঙ্গে একই দলে খেলতে মুখিয়ে ছিলেন এই ১৮ বছর বয়সী তরুণ। তবে তাঁর আশা গুঁড়ে বালি করে দিয়েছে সর্বনাশা করোনা। তাই আক্ষেপ ছাড়া আর কিছুই করার থাকছে না দিপুর।  

এই প্রসঙ্গে তিনি বলেন, 'সবারই স্বপ্ন থাকে ওদের (রিয়াদ, মুমিনুল) সাথে ড্রেসিংরুম শেয়ার করা বা তাঁদের অধীনে খেলা। আমারও সেরকম স্বপ্ন ছিল। কিন্তু আফসোস সেটা হয়ে উঠছেনা। হয়তো সুযোগ আসবে আবার।' 

প্রত্যাশা ছিল প্রিমিয়ার লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে পাদপ্রদীপের আলোয় উঠে আসবেন। শেষ পর্যন্ত টুর্নামেন্টটি মাঠে না গড়ালে স্বপ্নের বাস্তবায়ন আর হবে না দিপুর। এসব ভেবে যারপরনাই হতাশ তিনি। আর এই হতাশা স্পষ্টভাবেই ফুটে উঠেছে তাঁর কণ্ঠে। 

দিপু বলেন, 'এসবতো আমাদের হাতে নেই, আমরা পরিস্থিতির শিকার। টুর্নামেন্টটি না হলে আমরা যারা নতুন খেলছি তারা খুব আফসোস করবো। প্রথমবার খেলার সুযোগ এসেছে যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। কারণ এখানে পারফরম্যান্স করলে ফোকাস হওয়ার সুযোগ থাকে।' 

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন শাহাদাত হোসেন দিপু। ভারতের বিপক্ষে পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে ব্যাট হাতে মাত্র এক রান করলেও পুরো টুর্নামেন্টে ভালোই খেলেন তিনি। প্রোটিয়া যুবাদের বিপক্ষে ৭৪ রানের অপরাজিত খেলা দিপু নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৪০ রানে অপরাজিত থাকেন।