করোনা পরিস্থিতি

ফিটনেস ঠিক রাখতে ক্রিকেটারদের গাইডলাইন দিল বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:26 বুধবার, 01 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

করোনাভাইরাসের সংক্রামণের কারণে স্থবির হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) মাঝ পথে বন্ধ হয়ে গেছে। সরকারের নির্দেশনার কারণে ক্রিকেটাররা এখন ঘর বন্দি। 

এমন অবস্থায় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন সময় সারা বিশ্বের নানা ক্রিকেট খেলুড়ে দেশের পদ্ধতিকে অনুসরণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ফিজিও নিক লি ক্রিকেটারদের জন্য গাইডলাইন দিয়েছেন। ক্রিকেটাররা যেন ঘরে থেকেও নিজেদের ফিটনেস ধরে রাখতে পারেন সে কারণেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি।

ইতোমধ্যে বিসিবির পক্ষ থেকে সেই গাইডলাইন সরবরাহ করা হয়েছে স্থানীয় পর্যায়ের ক্রিকেটারদের মধ্যে। এই বিষয়টি নিশ্চিত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকেটাররা যেন মানসিক ভাবে ভেঙে না পড়েন সেই বিষয়টিও গুরুত্ব সহকারে নিয়েছে বিসিবি। এই ধরনের কোনো সমস্যা অনুভব হলেই যেন বোর্ডের মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করে সে জন্য নির্দেশনা দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের জন্য একজন মনোবিদও তৈরি আছেন।