আইপিএল ২০২০

বড় রকমের আর্থিক ক্ষতির সম্মুখীন ধোনির চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:23 বুধবার, 01 এপ্রিল, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনিশ্চয়তার মধ্যে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২৯ মার্চ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও আপাতত ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এবারের আইপিএল আদৌ হবে কিনা সেটা নিয়েও রয়েছে সংশয়।

এসবের মাঝে বড় ক্ষতির মুখে পরেছে চেন্নাই সুপার কিংস। আইপিএল পিছিয়ে যাওয়ায় শেয়ারবাজারে কমে গেছে তাদের দর। মাসখানেক আগেও চেন্নাইয়ের দর ছিলো প্রায় ১ হাজার কোটি রুপি। 

সেটি এখন ২০০ কোটি কমে গিয়ে হয়েছে ৮০০ কোটি রুপি। বর্তমানে চেন্নাইয়ের ট্রেড চলছে ২৪ রুপি করে। অথচ কয়েক মাস আগে এটি ছিলো ৩০ রুপি করে।

২০১৯ সালের বাৎসরিক রিপোর্টে আইপিএলের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর ছিলো মুম্বাই ইন্ডিয়ানসের। তাদের মূল্য তখন ছিলো ৮০৯ কোটি রুপি। এরপরেই দুই নম্বরে অবস্থান ছিল চেন্নাই সুপার কিংসের, ৭৩২ কোটি রুপি।

প্রতিবছর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক আয়ের একটা বড় ভাগ আসে আইপিএলের মাধ্যমে। অংশগ্রহণকারী দলগুলোও আইপিএল থেকে বড় অর্থ নিয়ে থাকেন।

চেন্নাইের এই ক্ষতির মাঝে আরও বড় লোকসান হতে পারে ভারতীয় বোর্ডের। আইপিএল মাঠে না গড়ালে প্রায় সাড়ে ৪ হাজার কোটি ক্ষতি হয়ে যাবে তাঁদের। তাই ছোট পরিসরে হলেও আইপিএল আয়োজন করতে চাইছে বোর্ড।