বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে সন্দিহান টিম পেইন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:49 মঙ্গলবার, 31 মার্চ, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাতিল হয়ে যেতে পারে সিরিজটি। ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও টিম পেইন এমনই ইঙ্গিত দিয়েছেন। আসন্ন সিরিজের ব্যাপারে বেশ সন্দিহান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে আছে পুরো বিশ্ব। বন্ধ রয়েছে ক্রিকেটারদের ২২ গজে বিচরণ। স্থগিত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), পাকিস্তান সফরের শেষ ভাগ এবং আয়ারল্যান্ড সিরিজ। এমন অবস্থায় জুনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার গভর্নিং বডি এখনও সিরিজ বাতিল হওয়ার ব্যাপারে কিছু জানায়নি বলে নিশ্চিত করেছেন পেইন। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে যে কোনো ধরণের পরিবর্তন মেনে নিতে রাজি অজি এই অধিনায়ক।

পেইন বলেন, 'বিশ্বে এখন অনেক বড় ধরণের ঘটনা ঘটে যাচ্ছে। যা অবশ্যই খেলাধুলার চেয়ে অনেক বেশি এসবকে প্রাধান্য দিতে হবে। সব থেকে গুরুত্বের বিষয় হচ্ছে সবাই যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে।'

'যেই অবস্থা চলছে, তাতে সিরিজ নাও হতে পারে। এটা বুঝতে আপনাকে আইনস্টাইন হতে হবে না। বিশেষ করে জুন মাসে। তবে সিরিজটি সম্পূর্ণ বাতিল হবে নাকি পিছিয়ে যাবে, এটা এখন বলা মুশকিল।'

আগামী ১১ জুন থেকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। গেল ১১ মার্চ সিরিজটির সূচিও চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু শেষ পর্যন্ত করোনাভাইরাসের কারণে এই সিরিজটিও ভুগছে অনিশ্চয়তায়।