করোনা পরিস্থিতি

দুই পেশার মানুষদের প্রতি মুমিনুলের ভালোবাসা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:55 সোমবার, 30 মার্চ, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশের ক্রিকেট। এমন অবস্থায় নিজেদের বাসস্থানে অবস্থান করছেন বাংলাদেশের সব ক্রিকেটার।

তারা বাসস্থানে থাকলেও সর্বস্তরের মানুষকে সচেতন করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে চিকিৎসকরা সেবা দিয়ে এই বিপর্যয় মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাই এই দুই পেশার মানুষকে ভালোবাসা জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মুমিনুল লিখেছেন, 'পৃথিবীব্যাপী চলমান এই ভয়াবহ অবস্থার মাঝে যারা লড়াই করে যাচ্ছেন, সেই আসল বীরদের জন্য গর্ববোধ করছি। তারা সকলেই প্রশংসার দাবিদার। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, ডাক্তার-নার্স এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতি আমার ভালোবাসা। তাদের জন্য প্রার্থনা। সবাই নিরাপদে থাকুন এবং একে অন্যের জন্য প্রার্থনা করুন।'

খেলা বন্ধ থাকায় বসুন্ধরার বাসাতেই আবদ্ধ অবস্থায় আছেন মুমিনুল। সরকারের নির্দেশনা মেনে বাইরে বের হচ্ছেন না তিনি। ফিটনেস ধরে রাখার জন্য সেখানেই নিয়মিত ব্যায়াম করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।