বাংলাদেশ ক্রিকেট

বিসিবির উদ্যোগে ক্রিকেটারদের স্বস্তি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:54 সোমবার, 30 মার্চ, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

করোনাভাইরাসের সংক্রামণের কারণে বাংলাদেশের ক্রিকেট স্থবির হয়ে আছে। যেসব ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস ঘরোয়া ক্রিকেট তারা এই সময়ে বড় বিপদে পড়েছেন। এমন অবস্থায় এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাদের জন্য অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে বিসিবি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের যারা এবার ঢাকা প্রিমিয়ার লিগ দলগুলিতে আছেন, তাদের এককালীন ৩০ হাজার টাকা করে দিচ্ছে বিসিবি।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিকেটাররা। মোহেমেডান স্পোর্টিং ক্লাবের পেসার আবু হায়দার রনি জানিয়েছেন, এমন উদ্যোগের কারণে বিসিবি প্রশংসা পাওয়ার দাবীদার।

এ প্রসঙ্গে রনি বলেন, 'আসলে কঠিন পরিস্থিতিতে বিসিবি যে উদ্যোগটা নিয়েছে সত্যি প্রশংসার দাবিদার। কারণ বেশিরভাগ ক্রিকেটারই চুক্তিতে নাই, খুব সংখ্যক চুক্তিতে আছে। এদের বাইরে যারা আছে তাদের জন্য বিসিবির এমন চেষ্টা, হতে পারে অঙ্কটা বেশ বড় নয় কিন্তু এই কঠিন সময়ে এটা কাজে দিবে যারা চুক্তিতে নাই।'

চলমান এই সংকট দ্রুত কাটিয়ে উঠে মাঠে ক্রিকেট ফিরবে বলেই বিশ্বাস এই পেসারের। তিনি বলেন, 'আর প্রিমিয়ার লিগ নিয়ে যদি আমি বলি তাহলে আমার চাওয়া থাকবে যে আমরা এই সংকটময় সময় খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো। পরিস্থিতি স্বাভাবিক হলে আমদের ক্রিকেটারদের চাওয়া বিসিবি যেন প্রিমিয়ার লিগ দিয়ে মৌসুমটা শুরু করে। এটাই চাওয়া থাকবে প্রিমিয়ার লিগ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই বাংলাদেশের সবধরণের ক্রিকেট ফিরবে।'

আবাহনী লিমিটেডের ক্রিকেটার শহীদুল ইসলাম মনে করেন বিসিবির এই উদ্যোগ অনেক ক্রিকেটারের উপকারে আসবে। তিনি বলেন, 'খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। এটা অনেকের উপকারে আসবে। প্রিমিয়ার লিগই অনেকের রুটি রুজি। পরিস্থিতি স্বাবভাবিক হলে আমরা আবার প্রিমিয়ার লিগটা শুরু করতে পারলেই সবার জন্য সবচেয়ে বেশি কাজে আসবে।'

জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকলেও ঘরোয়া ক্রিকেটারদের নিয়েও প্রিমিয়ার লিগ শেষ করা সম্ভব হবে বলে ধারণা তাঁর। শহীদুল বলেন, 'জাতীয় দলের ক্রিকেটাররা তখন ব্যস্ত থাকলেও বাকীদের নিয়ে সুযোগ করে প্রিমিয়ার লিগটা শেষ করতে পারলে সবার জন্য ভালো। এটাই আমাদের চাওয়া, আল্লাহ'র রহমতে যেন সব ঠিকঠাক হয় এবং প্রিমিয়ার লিগ মাঠে গড়াক।'  

ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটার নুরুজ্জামান আলম চয়নও একই প্রত্যাশা করেছেন। তিনি বলেন, 'অসাধারন উদ্যোগ , এই সংকটময় পরিস্থিতিতে খেলোয়াড়দের পাশে থাকার জন্য বিসিবি কে অসংখ্য ধন্যবাদ। এ উদ্যোগের মাধ্যমে খেলোয়াড়দের আর্থিক সংকট দুর হবে আশাকরি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরিস্থিতি পুর্বের ন্যায় স্বাভাবিক হবে এবং প্রিমিয়ার লীগ মাঠে গড়াবে।'

মোহামেডানের পেসার অভিষেক মিত্রও বিসিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'এটা অবশ্যঅই ভালো একটা উদ্যোগ। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যেভাবেই হোক প্রিমিয়ার লিগটা যেন হয়। এখানে আমার ৩০ হাজার টাকার চাইতে গুরুত্বপূর্ণ হল ঢাকা প্রিমিয়ার লিগটা হওয়া কারণ আমরা ২৫ ভাগ টাকা পেয়েছি। অবশ্যই ভালো উদ্যোগ যে ৩০ হাজার টাকা দিয়ে একটা পরিবার একমাস চলতে পারবে নিঃসন্দেহে এই বিপদের সময়ে।'