করোনা পরিস্থিতি

মাশরাফির অনুদান পৌঁছে গেছে ৫০০ দরিদ্র পরিবারের কাছে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:57 সোমবার, 30 মার্চ, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

অসহায় এবং দরিদ্র ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। করোনা ভাইরাসের প্রদুর্ভাব মোকাবেলায় সোমবার সেই সহায়তা পৌঁছে গেছে নড়াইলে।

কদিন আগেই বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি। এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। মাশরাফি একাধারে একজন সংসদ সদস্যও।২০১৮ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

নিজ সংসদীয় আসনের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের মাধ্যমে মাশরাফির জরুরি সাহায্য পৌছে দেওয়া হয়েছে ৫০০টি দরিদ্র পরিবারকে। সুষ্ঠুভাবে মানুষের কাছে এসকল উপকরণ যেন পৌছে দেয়া হয় সেটারও তদারকি করছেন মাশরাফি।

একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি জানিয়েছেন, শুধু তিনি নন, নড়াইলের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন আরও অনেকে। তাদেরও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

তিনি বলেন, 'এই মুহূর্তে বার্তাটা সবার জন্য পরিস্কার। সবাইকে ঘরে থাকার আহ্বান করা হয়েছে। সেই সঙ্গে করনীয় কাজগুল করা হয়েছে। শুধু একজন সংসদ সদস্য হিসেবে না। আমাদের মেয়ন আছেন, জেলা ছাত্রলীগের সেক্রেটারি, উপজেলা আওয়ামী লিগের সভাপতি ও সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের যারা আছে সবাই মাঠে নেমেছে এবং কাজ করছে।'

'বিশেষ করে যারা দরিদ্র, খেটে খাওয়া মানুষ যারা কাজ করতে পারছে না এই মুহূর্তে। তাদের সহযোগীতার জন্য সবাই নেমেছে। ভলান্টিয়ার্স, কিছু বাচ্চা ছেলেরা আছে তারাও নেমেছে। সবাই নড়াইলে সহযোগীতা করছে। সবাই কিন্তু সহযোগীতার হাত বাড়িয়েছে,' যোগ করেছেন মাশরাফি।