অ্যাশেজ

১৮ মাস আগেই অ্যাশেজের জন্য প্রস্তুত হচ্ছে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:41 রবিবার, 29 মার্চ, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

১৮ মাস আগেই ২০২১-২২ অ্যাশেজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইংল্যান্ড।ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস জানিয়েছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেই অ্যাশেজ জিততে চান তারা।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় ইংল্যান্ড। এরপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ঘরে তোলে ইয়ন মরগানের দল। অ্যাশেজের ক্ষেত্রেও একই পথে হাঁটতে চাচ্ছে ইংল্যান্ড।

২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় হবে অ্যাশেজ। ঘরের বাইরে অ্যাশেজ জিততে সেরা দল গঠন করতে এখনই কাজ শুরু করে দিয়েছে ইংল্যান্ড। সর্বশেষ সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছিল। 

তারপরও শিরোপা রয়ে গেছে অস্ট্রেলিয়ার কাছে। কারণ ২০১৭-১৮ সালে অ্যাশেজ জিতেছিল অজিরা, ৪-০ ব্যবধানে। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার তাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে ইংলিশরা।

স্টোকস বলেন, `আমরা চার বছরের পরিকল্পনায় বিশ্বকাপ জিতেছি। এই মন্ত্র অ্যাশেজেও কাজে লাগাতে চাই। এখনই প্রদান কোচ ক্রিস সিলভার উডের সঙ্গে আসন্ন অ্যাশেজ নিয়ে আলাপআলোচনা শুরু করেছি সবাই।'

`আমাদের লক্ষ্য সেরা দল গঠন করা। সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে সবাই। আমরা পরিকল্পনা সাজাচ্ছি। টেস্ট দলের ভবিষ্যত উজ্জ্বল দেখছি। বেশ কয়েকজন নতুন ক্রিকেটার এসেছে, তারাও ভালো করছে।' আরও যোগ করেন ইংলিশ এই অলরাউন্ডার।

২০২১-২২ মৌসুমে গ্যাবায় হবে অ্যাশেজের প্রথম টেস্ট। ১৯৮৮ সালের পর এই মাঠে এখন পর্যন্ত কোনো ম্যাচ পরাজয়ের মুখ দেখেনি অজিরা। ২০১৭ সালে সর্বশেষ এই মাঠে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে সফরকারীদের ১০ উইকেটে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া।