পিএসএল

১২৮ জনের কোভিড-১৯ রিপোর্ট প্রকাশ পিসিবির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:35 বৃহস্পতিবার, 19 মার্চ, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালে মোট ১২৮ জনের  কোভিড-১৯ টেস্ট করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার সেগুলোর রিপোর্ট প্রকাশ করেছে পিসিবি। রিপোর্টগুলো নেতিবাচক এসেছে। অর্থাৎ, পিএসএলে খেলে যাওয়া কোনো ক্রিকেটার করোনাভাইরাস সংক্রমিত নন।

অবশ্য শুধু ক্রিকেটার নন, এই ১২৮ জনের মধ্যে আছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক, কর্মচারী, কোচ- এমনকি পিএসএল ম্যাচ অফিসিয়ালসরা!

পিএসএলের এবারের আসর শেষ হতে আর মাত্র তিনটি ম্যাচ বাকি ছিল। কিন্তু মরণঘাতী করোনাভাইরাসের কারণে সেমিফাইনাল এবং ফাইনালসহ পুরো আসরটিই স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পিসিবি।

করোনাভাইরাস আতঙ্কে পাকিস্তান ছেড়ে যান বেশিরভাগ বিদেশি ক্রিকেটার। ফলে শেষদিকে অনেকটাই জৌলুস হারায় পিএসএল। ভয়ঙ্কর এই ভাইরাসের মহামারী আকারে ছড়িয়ে পড়ায় পিএসএল স্থগিত করতে বাধ্য হয় পাকিস্তান। 

গত মঙ্গলবার লাহোরে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পিএসএলের। যেখানে প্রথম সেমিফাইনালে মাঠে নামার কথা ছিল মুলতান সুলতান্স এবং পেশওয়ার জালমির।

একই মাঠে আরেক সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল করাচী কিংস এবং লাহোর কালান্দার্সের। এরপর সূচি অনুযায়ী বুধবার, অর্থাৎ ১৮ মার্চ লাহোরে পিএসএলের ফাইনাল ম্যাচ আয়োজন করার কথা ছিল।  

করোনাভাইরাসে এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন বিশ্বের হাজার হাজার মানুষ। ইতালি এবং চীন ছাড়িয়ে এখন বাংলাদেশসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এরই মধ্যে করোনাভাইরাসের কারণে বাতিল করা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং সিরিজ। আইপিএলের মতো জনপ্রিয় আসরও পিছিয়ে দেয়া হয়েছে।