খাটো ক্রিকেটারের তালিকা

বিশ্বের খর্বকায় ক্রিকেটারের তালিকায় মুশফিক-মুমিনুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:57 মঙ্গলবার, 17 মার্চ, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট বিশ্বে খাটো উচ্চতার খেলোয়াড়ের সংখ্যা কম নয় মোটেই। তবে তাদের মধ্যে অনেকেই উচ্চতাকে হার মানিয়ে নিজেদের সেরা খেলোয়াড় হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছেন। 

এমন ৬ জন ক্রিকেটারকে নিয়েই আজকের এই ভিন্নধর্মী প্রতিবেদন। এই তালিকায় আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম এবং মুমিনুল হকও। 

১। কর্নেলিয়াস ফ্রান্সিস ক্রুগার ভ্যান উইকঃ এই তালিকার এক নম্বরে আছেন নিউজিল্যান্ডের কর্নেলিয়াস ফ্রান্সিস ক্রুগার ভ্যান উইক। যার উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। ২০১২ সালে ইংল্যান্ডের হয়ে প্রথম আর্ন্তজাতিক ম্যাচ খেলেন তিনি।

মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে উচ্চতায় সবচেয়ে খাটো ক্রিকেটার হিসেবে নাম লেখান । নিউজিল্যান্ডের হয়ে মাত্র ৯ টেস্ট খেলেছিলেন তিনি। ৯ টেস্টে ১৭ ইনিংসে ২১.৩১ গড়ে ৩৪১ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

২। ওয়াল্টার লেটার কনফোর্ডঃ এরপর দুই নম্বরে আছেন ইংল্যান্ডের ওয়াল্টার লেটার কনফোর্ড। তার উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি। ইংল্যান্ডের জার্সি গায়ে মাত্র ৪টি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ৪ টেস্টে ৩৬ রান করেন কনফোর্ড।

৩। আলফ্রেড পার্সি ফ্রিম্যান: তালিকার তিন নম্বরে আছেন ইংল্যান্ডের আরেক ক্রিকেটার আলফ্রেড পার্সি ফ্রিম্যান। ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই লেগ স্পিনার ১২ টেস্টে ৬৬ টি উইকেট শিকার করেছিলেন। যেখানে ৫ বার পাঁচ উইকেট শিকার করেন তিনি। 

৪। মুশফিকুর রহিমঃ বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম রয়েছেন এরপরের স্থানে। তাঁর উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। ২০০৬ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। ৭০ টেস্টে ৪৪১৩ রান রান সংগ্রহ করা মুশফিক ওয়ানডেতে ২১৮ ম্যাচ খেলে ৬১৭৪ রান করেছেন। 

৫। পার্থিব প্যাটেলঃ মুশফিকের পাশাপাশি ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেলও রয়েছেন এই তালিকায়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় তাঁর উচ্চতা ছিল ৫ ফুট ৩ ইঞ্চি। ৩৮ টেস্টে  ইনিংসে ৯৩৪ রান এবং ওয়ানডেতে ৩৪ ইনিংসে ৭৩৬ রান সংগ্রহ করেছেন তিনি। 

৬।  মুমিনুল হকঃ বাংলাদেশের আরেক ব্যাটসম্যান মুমিনুল হকের উচ্চতা ৫ ফুট ৩.৫ ইঞ্চি। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ৪০ টেস্টে ২৮৬০ রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়া ওয়ানডেে ২৮ ম্যাচে ৫৫৭ রান সংগ্রহ করেন মুমিনুল।