করোনা আতঙ্কে ডিপিএল ফিরলো ঢাকায়!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


পরিবর্তন এসেছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম তিন রাউন্ডের ভেন্যুতে। চট্টগ্রাম এবং কক্সবাজারের পরিবর্তে খেলা হবে ঢাকায়। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে করোনা ভাইরাসের আতঙ্কের কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


শুধু ভেন্যু নয়, পূর্বের সূচিতেও পরিবর্তন আসছে। আগামী ১৫ মার্চ থেকে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা ছিল। সেটা তার কয়েকদিন পরে শুরু হতে পারে।


promotional_ad

আসরটির আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) ইনচার্জ মহিউদ্দিন রাসেল বলেন, 'অনিবার্য কারণে প্রিমিয়ার লিগ ঢাকায় ফেরানো হচ্ছে। তারিখগুলো চূড়ান্ত হলে জানানো হবে।'


এরই মাঝে কক্সবাজারে চলে যাওয়া ক্লাবগুলোকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সিসিডিএম। ঢাকার কয়েকটি ভেন্যুতেই হতে পারে জমজমাট এই আসর।


আগের মতো মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে হতে পারে প্রিমিয়ার লিগের ম্যাচ।


কক্সবাজারে থাকা দলগুলোকে ঢাকা ফিরে প্রস্তুতি নেয়ার সময় নেবে। সেক্ষেত্রে ১৫ মার্চ লিগ শুরুর সম্ভাবনা কম সিসিডিএমের। যদিও এই ব্যাপারে আশাবাদী তারা।


মূলত এসব আয়োজনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্ক। এ কারণেই ক্রিকেট সংক্রান্ত যেকোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে বিসিবিকে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball