পিএসএল

অধিনায়কত্ব ছাড়িয়ে স্যামিকে কোচ বানাল পেশোয়ার!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:22 শুক্রবার, 06 মার্চ, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আসরের শুরুটা মনমতো হয়নি পেশোয়ার জালমির। ব্যর্থতার দায়ভার পড়ে অধিনায়ক ড্যারেন স্যামির কাঁধে। এরপর অবশ্য অফফর্মে থাকা স্যামিকে সরিয়ে ওয়াহাব রিয়াজকে অধিনায়কত্ব দেয় জালমি। এবার জানা গেল, স্যামিকে দুই বছরের জন্য প্রধান কোচ হিশেবে নিয়োগ দিয়েছে তারা।

একইসঙ্গে কয়েকদিন আগে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ আকরামকে 'ক্রিকেট বিভাগের পরিচালক' বানিয়েছে পেশোয়ার। দলটির বোলিং কোচের দায়িত্বও সামলাবেন আকরাম।

গণমাধ্যমকে তিনি বলেন, 'ড্যারেন আমার হৃদয়ের খুব কাছাকাছি একজন। সে জালমি পরিবারের অবিচ্ছেদ্য অংশ। সে এখন থেকে পেশোয়ার জালমি দলের প্রধান কোচ। পরের দুই বছর সে কোচ থাকবে।

এই দলে তাঁর চুক্তি হচ্ছে খেলোয়াড় ও কোচ হিশেবে। কমিটি যদি চিন্তা করে তাঁকে মাঠেও নামাতে পারে। তবে আজ থেকে সে দলের হেড কোচ হিশেবেই আগে দায়িত্ব পালন করবে।'

নেতৃত্ব ছেড়ে কোচের পদে যাওয়াটাকে মোটেই সহজ ভাবে নিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজকে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেয়া স্যামি।

তিনি বলেন, 'ক্রিকেটার হিশেবে এমন পরিবর্তন মেনে নেয়া কঠিন। তবে আমরা দলটিকে পরিবারের মতই দেখি। এই বছর আমি অনেক প্রস্তুতি নিয়ে এসেছি। তবে দলের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব।'