বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফিদের সম্ভাব্য একাদশ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 19:33 শনিবার, 29 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘ সাত মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তারা। বাংলাদেশ সময় দুপুর একটায় শুরু হবে এই ম্যাচ।

জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ দিয়ে আবারো ওয়ানডে দলের নেতৃত্বে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজা। গত ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সর্বশেষ অধিনায়কের দায়িত্ব পালন করেন মাশরাফি। 

সিলেটের মাটিতে অনুষ্ঠেয় এই ম্যাচের একাদশ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন নির্বাচকরা। এদিন ওয়ানডতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম শেখের। 

গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের সামর্থ্যের জানান দেন নাঈম। ঘরোয়া ক্রিকেটেও পরীক্ষিত পারফর্মার ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান। তাই প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাঁকে। 

এছাড়াও একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন আরেক তরুণ তুর্কি আফিফ হোসেন ধ্রুব। সাব্বির রহমানের বদলী হিসেবে মাঠে নামবেন তিনি। অপরদিকে পিঠের ইনজুরি কাটিয়ে দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে আবারো দেখা যেতে পারে ওয়ানডে একাদশে। 

এদিকে চামু চিভাবার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ সামলানোর মূল দায়িত্বে থাকবেন ব্র্যান্ডন ম্যাককালাম, শন উইলিয়ামস, সিকান্দার রাজা এবং ক্রেইগ আরভিন। এছাড়া বোলিং আক্রমণের দায়িত্বে থাকবেন এইন্সলে এনডিলোভু, ক্রিস পফু, কার্ল মুম্বারা। 

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-  

তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান। 

জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য)-

চামু চিভাবা (অধিনায়ক), টিমিসেন মারুমা, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টিনোটেন্ডা মুটম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, এইন্সলে এনডিলোভু, ক্রিস পফু, কার্ল মুম্বা।