বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

আমি প্রমাণ করার জন্য ক্রিকেট খেলছি নাঃ মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:09 শনিবার, 29 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি গায়ে খেলা হয়নি মাশরাফি বিন মুর্তজার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে ৭ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন তিনি।

বিশ্বকাপের পর বাংলাদেশ কেবল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে। সেই সিরিজে বিশ্রামে ছিলেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। তাই বিশ্বকাপে তাঁর বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা এখনও তরতাজা।

জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফি কি আবারও নিজেকে প্রমাণ করবেন? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চারদিকে। মাশরাফি অবশ্য সোজা জানিয়ে দিয়েছেন, তিনি নিজেকে প্রমাণ করার জন্য খেলছেন না। দলের জন্য সেরাটা দেয়াকে দায়িত্ব বলেই মনে করেন তিনি।

এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘আমি প্রমাণ করার জন্য ক্রিকেট খেলছি না। আমি বাংলাদেশের হয়ে খেলছি, বাংলাদেশকে জেতানো আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের দায়িত্ব। সেরাটা দেওয়া আমাদের দায়িত্ব। সেটা আমরা সব সময় চেষ্টা করি। নিশ্চয়তা তো কোনো খেলোয়াড়ই দিতে পারে না।’

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলে সব সমালোচনার জবাব দেয়ার কথা ভাবছেন না মাশরাফি। তিনি মনে করেন কোনো খেলোয়াড়ই নিশ্চয়তা দিতে পারবে না পারফর্মের ব্যাপারে। চেষ্টাটাকেই বড় করে দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

মাশরাফি বলেছেন, ‘না, এটা না। আমি নিশ্চয়তা দিতে পারব না যে, আমি পারফর্ম করব। এই নিশ্চয়তা বিশ্বের কেউই দিতে পারবে না। তবে একটা নিশ্চয়তা দেওয়া যায়, আমি শতভাগ চেষ্টা করছি কিনা। একটা খেলোয়াড়ের মূল জায়গা হচ্ছে, (সে) শতভাগ চেষ্টা করছে কিনা।'