বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

শুধু পাকিস্তান নয়, সবখানে যেতে রাজি মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:30 শনিবার, 29 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

নিরাপত্তার কারণে তিন ধাপে পাকিস্তান সফর করছে বাংলাদেশ। ইতোমধ্যে শেষ হয়েছে দুই ধাপের সফর। এপ্রিলে তৃতীয় দফায় একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তানে যাবেন মাশরাফি বিন মুর্তজা।

কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, অধিনায়ক হিসেবে মাশরাফির এটাই শেষ সিরিজ। এরপর নতুন অধিনায়ক নির্বাচন করবেন তারা। 

এমন অবস্থায় মাশরাফি জানিয়েছেন, সাধারণ একজন খেলোয়াড় হিসেবে যদি পাকিস্তান সফরে ডাকা হয়, তাহলে তিনি যাবেন। বিসিবি দশবার ভেবেই সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, 'আমি জানি না জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের পর কী হবে। তবে বাংলাদেশ দলের প্রয়োজনে আমাকে যেখানে ডাকা হবে সেখানেই আমি যাব। আমি মনে করি ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক। বোর্ড আমাদের কথা একবার দুইবার নয়, ১০বার ভেবে তবেই সিদ্ধান্ত নেয়। আমরা বোর্ডকে রেসপেক্ট করি। আমাদের উচিত বোর্ডের সিদ্ধান্ত চুড়ান্ত ভাবার।'

পাকিস্তান সফর থেকেই আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান নিশ্চিত করছেন তৃতীয় দফায়ও পাকিস্তান সফরে যাচ্ছেন না তিনি। মুশফিকের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন মাশরাফি।

তিনি বলেছেন, 'পাকিস্তানে গিয়ে যদি আমাদের কোনো ক্রিকেটারের কোনো কিছু হয়, তবে তাদের পরিবারের চেয়ে বোর্ড সবচেয়ে কষ্ট পাবে। উনারা এইটা দশবার ভেবেই সিদ্ধান্ত নেন এবং আমাদের হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা তারা নিশ্চিত করবেন। আমি মুশফিকের সিদ্ধান্তকে শতভাগ সম্মান করি। আসলে বোর্ড থেকেই এই না যাওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। যখন পাকিস্তান সফরের জন্য সিলেকশন হবে, আমাকে যদি ডাকে তাহলে যাব।'