বাংলাদেশ ক্রিকেট

নিজের সিদ্ধান্ত পাপনকে জানাবেন মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:39 শনিবার, 29 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষেই শেষবারের মতো মাঠে নামছেন মাশরাফি। এরপর তিনি যে আর অধিনায়কত্ব করছেন না, সেটা মিডিয়ার কাছে আগেই নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অধিনায়কত্ব ছাড়লে কি খেলা চালিয়ে যাবেন মাশরাফি? নাকি এই সিরিজেই নেবেন অবসর? এসব প্রশ্নের জবাবে মাশরাফির সাফ কথা, যেকোনো বিষয়ে পাপনকেই সবার আগে জানাবেন তিনি।

নিজের বক্তব্য গণমাধ্যমের সামনে আনতে চান না বলে ও মন্তব্য করেছেন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা এই অধিনায়ক।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন মাশরাফি বলেন, 'বোর্ডের সিদ্ধান্ত তো অবশ্যই আপনারা বোর্ড থেকে জানবেন। বোর্ড বোর্ডের সিদ্ধান্ত জানাবে। আমার সাথে যে আলোচনা হবে সেটা অবশ্যই পাপন ভাই বা বোর্ড সম্পৃক্ত যারা আছে তাদের সাথে হবে। এটা আপনাদের কাছে এসে বলার কিছু নাই। 

আমার চাওয়া তো আপনাকে আমি আর বলব না। আমি ক্রিকেট বোর্ডকে জানাব, ক্রিকেট বোর্ড যদি চায় আপনাকে জানিয়ে দেবে। আমার যদি জানানোর কিছু থাকে সেরকম অবস্থা আসলে আমি জানিয়ে দেব।'

এর আগে মাশরাফিকে নিয়ে পাপনের বক্তব্য ছিল, 'আমরা যেটা জানি, নামীদামী খেলোয়াড় যারা আছে তারা নিজেরা পরিকল্পনা করে জানিয়ে দেয় যে আমার অবসরের সময় এসেছে। ওভাবেই তারা অবসর নেয়। আমাদেরও ইচ্ছা ছিল যে সেরকম কিছু যদি ও চায় আমরা তাহলে অনুষ্ঠান করে ভালোভাবে তাঁকে বিদায় দিতে পারি।

ও খেলতে চাইলে ও খেলতে পারে। আমি এখন অধিনায়কত্ব নিয়ে বেশি চিন্তিত। অধিনায়ক হিসেবে যদি আমরা অন্য কাউকে ঘোষণা করি, তখন মাশরাফি যদি নিজের পারফরম্যান্সে দলে ঢুকতে পারে, তাহলে ঢুকবে। এটা তো কারো জন্য বাঁধা নেই। তবে অধিনায়কত্বের ব্যাপারটা আপনাদের মাসখানেকের মধ্যে আমরা সিদ্ধান্ত দেব।'