বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

আমি কি চোর, প্রশ্ন মাশরাফির

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 14:48 শনিবার, 29 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

গত বছর ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। সর্বশেষ বিশ্বকাপে মাত্র একটি উইকেট পেয়েছিলেন মাশরাফি।

তাই বিশ্বকাপের পর থেকে মাশরাফিকে নিয়ে নেতিবাচক আলোচনাই হয়েছে বেশি। এই সমালোচনার দুয়ার খুলে দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে মাশরাফির বাজে পারফরম্যান্সের কারণে প্রকাশ্যে তাঁর সমালোচনা করেন সাকিব। সাকিব নিষেধাজ্ঞায় থাকলেও মাশরাফির সমালোচনা থেমে নেই।

এমন পারফরম্যান্সের পর মাশরাফির আত্মসম্মান এবং লজ্জা নিয়েও প্রশ্ন উঠেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে এর বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। তিনি জানিয়েছেন, ক্রিকেটের সঙ্গে আত্মসম্মান বোধ এবং লজ্জাকে মেলাতে রাজি নন তিনি। 

এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন 'প্রথমতো আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা আত্মসম্মান আমি মেলাতে পারি না। এতো জায়গায় চুরি হচ্ছে, চামারি হচ্ছে ওদের কি লজ্জা নাই? আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে, আমি কি চোর? উইকেট আমি নাই পেতে পারি। আপনারা বলবেন, সাপোর্টাররা বলবে লজ্জা পেতে হবে কেন? বাংলাদেশের হয়ে খেলছি নাকি অন্যকোনো দেশের হয়ে ক্রিকেট খেলছি? যে আমার লজ্জা পেতে হবে।'

পারফরম্যান্স না করতে পারলে দল থেকে বাদ পড়তেও রাজি আছেন মাশরাফি। তিনি জানিয়েছেন, আত্মসম্মান বোধ এবং লজ্জা বিসর্জনের জন্য তিনি ক্রিকেট খেলতে আসেননি। যদি কোনো অপূর্ণতা থাকে সেজন্য সমালোচনা মাথা পেতে নিতে রাজি আছেন তিনি। তবে আত্মসম্মান বোধ নিয়ে প্রশ্ন ওঠাকে ভালোভাবে দেখছেন না তিনি।

মাশরাফি বলেছেন 'আমি পারিনি আমাকে বাদ দিয়ে দেবে। জিনিসটা সিম্পল। আমার লজ্জা-আত্মসম্মান বোধ কার সঙ্গে দেখাতে হবে? আমি কি বাংলাদেশের মানুষের বিপক্ষের মানুষ? যে কেউ পারফর্ম নাই করতে পারে। সেটা তাঁর ডেডিকেশন অথবা কোনো জায়গায় ল্যাকিংস থাকে ডিসিপ্লিন না থাকে এগুলো নিয়ে প্রশ্ন আসতেই পারে। আমি উইকেট পাই না সমালোচনা হবে। কথাটা যখন আসে লজ্জা-আত্মসম্মান বোধ তখন আমার প্রশ্ন থাকে। আমার সমালোচনা করুক, আমি ক্রিকেট খেলতে এসে আত্মসম্মান বোধ বিসর্জন দিতে এসেছি নাকি?'