দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না রাবাদার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:02 শনিবার, 29 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

কুঁচকির ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছেন কাগিসো রাবাদা। একই ইনজুরিতে সামনের মাসে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলবেন না দক্ষিণ আফ্রিকার এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোট পান রাবাদা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে। অবশ্য সেই সিরিজে তিনটি ম্যাচই খেলেন রাবাদা। মোট ১১ ওভার বোলিং করে ১১৪ রান খরচায় নেন তিন উইকেট। ইনজুরিতে পড়ায় প্রায় চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকবেন রাবাদা।

রাবাদার এমআরআই স্ক্যান করার পর সিএস'এর মেডিকেল বিভাগের প্রধান ডাঃ শুয়াইব মাঞ্জরা বলেন, "অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাবাদা কুঁচকি এবং মাসল ইনজুরি দিয়েই খেলেছেন। এ ইনজুরি থেকে সুস্থ হতে প্রায় চার সপ্তাহ সময় নেবেন তিনি।

এ কারণে তাকে অস্ট্রেলিয়া ও ভারত ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি কত তাড়াতাড়ি কার্যকর ভাবে ইনজুরি কাটিয়ে ফিরে আসতে পারেন, এ বিষয়টি নিশ্চিত করবেন সিএসএর মেডিকেল কর্মকর্তারা।"

এর আগেও এমন ইনজুরির মুখোমুখি হতে হয় রাবাদাকে। পুরো ক্যারিয়ার জুড়ে নিয়মিতই ইনজুরির সমস্যা সহ্য করে গেছেন তিনি। স্ট্রেস ইনজুরির কারণে ২০১৮ সালের আইপিএলে খেলেননি রাবাদা। গত বছরও ইনজুরির কারণে পুরো আইপিএল খেলতে পারেননি তিনি।

তারপরও গত আইপিএলে ২৫টি উইকেট নিয়ে উইকেট শিকারীর বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ২৯ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে এবার অবশ্য খেলতে পারেন তিনি। সেক্ষেত্রে পুরোপুরি ফিট হতে হবে তাঁকে।

এদিকে রাবাদার পরিবর্তে কে খেলবেন তা এখনও ঘোষণা করেনি সিএসএ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শনিবার এবং ভারতের বিপক্ষে সিরিজটি শুরু হবে ১২ মার্চ।