এশিয়া কাপ

এশিয়া কাপের ভেন্যু নির্ধারণ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:34 শনিবার, 29 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। মিডিয়াকে এমনটা নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি সৌরভ গাঙ্গুলি।

যদিও এবারের এশিয়া কাপ আয়োজনের কথা ছিল পাকিস্তানে। কিন্তু পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হলে সেখানে খেলবে না ভারত। এসব নিয়ে আলোচনা করতে আগামী ৩ মার্চ সভার আয়োজন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সভার আগেই এমন তথ্য জানিয়ে দিলেন সৌরভ। এবারের এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান- দুই দলই খেলবে, এমনটাও নিশ্চিত করেছেন কলকাতার মহারাজ।

সম্প্রতি কলকাতার ইডেন গার্ডেনে সৌরভ বলেন, 'এশিয়া কাপ দুবাইতে অনুষ্ঠিত হবে। ভারত এবং পাকিস্তান- দুই দলই সেখানে খেলবে।'

২০০৮ সালের পর পাকিস্তানের মাটিতে আর এশিয়া কাপ অনুষ্ঠিত হয় না। এবার এশিয়া কাপ ঘিরে অনেক পরিকল্পনা করছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে খেলতে যেতে চায় না ভারত।

২০১২-১৩ সালের পর দ্বিপাক্ষিক সিরিজেও মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। কয়েকবার অবশ্য সিরিজ আয়োজনের কথা উঠলেও সেই ব্যাপারে কিছুই অগ্রসর হয়নি।