নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

লক্ষ্য ৯২, তারপরও পারল না বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:52 শনিবার, 29 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এখানেই যাত্রা থেমেছে বাংলাদেশের। মেলবোর্নে কিউই নারীদের মাত্র ৯১ রানে অলআউট করে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে এতো কম রানে প্রতিপক্ষকে অলআউট করেনি বাংলাদেশ। এবারের বিশ্বকাপে প্রথমবার সুযোগ পাওয়া রিতু মনি নেন ১৮ রান খরচায় চার উইকেট। মিডিয়াম পেস বোলিং এই অলরাউন্ডারের এমন বোলিং ফিগার এই আসরে এখন পর্যন্ত সেরা।

তারপরেও জয়ের দেখা পায়নি সালমা খাতুনের দল। ম্যাচটিতে সালমাবাহিনী অলআউট হয় মাত্র ৭৪ রানে। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই দলীয় সর্বনিম্ন সংগ্রহ। বাংলাদেশ ম্যাচটি হারে ১৭ রানে।

টস হেরে আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার রাচেল প্রিস্ট। সুজি বেটসের ব্যাটে আসে ১৫ রান। এছাড়া অধিনায়ক সোফি ডিভাইন ১২ ও ম্যাডি গ্রিন ১১ রান করেন। রিতু ছাড়াও বাংলাদেশের হয়ে সালমা তিনটি ও রুমানা আহমেদ দুটি করে উইকেট নেন। 

অল্প রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খেই হারায় বাংলাদেশ। কিউই বোলার লেই কাসপেরেক ও হাইলি জেনসেনের তোপের মুখে পড়েন মুরশিদা খাতুনরা। এই দুই বোলারই নেন তিনটি করে উইকেট।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১ রান আসে উইকেটরক্ষক নিগার সুলতানার ব্যাটে। মুরশিদা (১১) ও রিতু (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি।

আসরে এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও কাগজে কলমে সেমিফাইনালের সম্ভাবনা নেই বাংলাদেশের।

সংক্ষিপ্ত স্কোরঃ

নিউজিল্যান্ড নারী দলঃ ৯১/১০ (১৮.২ ওভার)
(প্রিস্ট ২৫; রিতু ৪/১৮, সালমা ৩/৭, রুমানা ২/১৭)
বাংলাদেশ নারী দলঃ ৭৪/১০ (১৯.৫ ওভার)
(নিগার ২১; জেনসেন ৩/১১, কাসপেরেক ৩/২৩)