বাংলাদেশ ক্রিকেট

সাকিবের শূন্যস্থান পূরণ করছে আকবররা

আংকিত নন্দী

আংকিত নন্দী
প্রকাশের তারিখ: 10:08 শনিবার, 29 ফেব্রুয়ারি, 2020

|| স্পেশাল করেসপন্ডেন্ট ||

বস কোথাও নিয়ে যেতে চাইলে যেতেই হয়। বিসিবি বস নাজমুল হাসানের চাওয়ায় যেতে হয়েছিল সাকিব আল হাসানকেও। এবার নিষিদ্ধ অলরাউন্ডারের জায়গায় যেতে হল যুব বিশ্বকাপ জয়ী আকবর আলীদেরও। 

কোথায়? কোথায় আবার? নাজমুলের নিজের শহর কিশোরগন্জে। যিনি কিনা আবার সেখানকার স্থানীয় সাংসদও। দেশের ক্রিকেট পরিচালনার পাশাপাশি নিজের নির্বাচনী এলাকায়ও নিয়মিতই যেতে হয় তাকে। বিশেষ করে বড় কোনো উপলক্ষ থাকলে যে শহরে তার সঙ্গী হন তারকা ক্রিকেটাররাও।

আর আয়োজনগুলো হয়ও এমন সময়ে, যখন কাছাকাছি সময়ের মধ্যে ক্রিকেটীয় কোনো না কোনো সাফল্যও থাকে বাংলাদেশের। ২০১৮ সালে কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কাকে দর্শক বানিয়ে ত্রিদেশীয় নিদাহাস ট্রফির ফাইনাল খেলে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই নাজমুল হেলিকপ্টারে করে সাকিব আর মুস্তাফিজুর রহমানকে নিয়ে গিয়েছিলেন কিশোরগন্জে।

অনুষ্ঠানটি ছিল নাজমুলের বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে আয়োজিত জেলা ক্রিকেট লিগের উদ্বোধন। এবারও উদ্বোধন, শুক্রবার ভৈরবে নিজের মা শহীদ আইভী রহমানের নামে পৌর স্টেডিয়ামের উদ্বোধনীও নাজমুল মাত করে দিলেন টাটকা এক সাফল্যের নায়কদের দিয়ে।

লাল ও সবুজ নামে দুই দলের মধ্যে হওয়া এক প্রীতি ম্যাচে খেলেন গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলের ছয় ক্রিকেটার। অধিনায়ক আকবর আলীর সঙ্গে বিসিবি বসের ডাকে ভৈরবে যেতে হয়েছিল শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন এবং অভিষেক দাসদেরও।