বাংলাদেশ- জিম্বাবুয়ে সিরিজ

ডমিঙ্গোয় অনুপ্রাণিত সাইফউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:45 শুক্রবার, 28 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পিঠের ব্যথার কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাধ্যমে লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন উদীয়মান এই অলরাউন্ডার।

সাইফউদ্দিনকে বেশ ভালোভাবেই বরণ করে নিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাঁর খেলা আগেই কাছ থেকে দেখেছেন ডমিঙ্গো।

তাই দলে ফিরতে সাইফউদ্দিনকে প্রেরণা যোগান প্রোটিয়া এই কোচ। ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই একটানা পিঠের ব্যাথায় ভোগা সাইফউদ্দিন অনেকটা পরিণত হয়েই ফিরছেন। 

মিডিয়াকে বলেন, 'আপনাদের মাধ্যমে আমি যেসব নিউজগুলো পেয়েছি অনলাইনে বা টিভিতে, এসব দেখার পর বা শোনার পর আমার ইচ্ছে শক্তি বেড়েছে তাড়াতাড়ি মাঠে ব্যাক করার। তো খুব সাহায্য করেছে কোচের বার্তাগুলো আমাকে।

দেশের মাটিতে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে কোচের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তখনই সে আমার বোলিং, ব্যাটিং স্কিল দেখেছে তাই খুব বেশি সমস্যা হচ্ছে না।'

দেশের হয়ে এখন পর্যন্ত ২০টি ওয়ানডে খেলেছেন সাইফউদ্দিন। টি-টোয়েন্টি খেলেছেন ১৩টি।