নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাঁচা-মরার লড়াইয়ে কিউইদের মুখোমুখি সালমারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:45 শুক্রবার, 28 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে এই ম্যাচটি।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটো ম্যাচেই হেরেছে সালমাবাহিনী। দুটি হারে ইতোমধ্যেই পয়েন্ট তালিকার তলানিতে আছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ রানে হারে বাংলাদেশ। এরপর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানের বিশাল ব্যবধানে হারে জাহানারা-রোমানারা।

প্রথম ম্যাচে তুলনামূলক দাপট দেখালেও দ্বিতীয় ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি বাংলাদেশকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তাই কিছুটা হলেও দুশ্চিন্তায় থাকবে সালমাবাহিনী।

এদিকে এই ম্যাচে হারলে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বাদ যাবে বাংলাদেশ। তিন ম্যাচের তিনটিতে জিতে ইতোমধ্যেই পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। সমান ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ নারী একাদশ (সম্ভাব্য)- শারমিন সুলতানা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা (উইকেটরক্ষক), ফারজানা হক, ফাহিমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), নাহিদা আকতার ও খাদিজা তুল কুবরা।