বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

ঘরের মাঠ বলেই আশাবাদী সাইফউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:08 শুক্রবার, 28 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ঘরের মাঠের কন্ডিশনে জিম্বাবুয়ের চেয়ে নিজেদেরই এগিয়ে রেখেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। টেস্টে জিম্বাবুয়েকে উড়িয়ে দেয়ার পর সেই ধারা অব্যাহত রেখে এগোনোর লক্ষ্য সাইফউদ্দিনের।

১ মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। গত বছর সেপ্টেম্বরে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিল টাইগাররা।

সাইফউদ্দিন সর্বশেষ ওয়ানডে খেলেছেন এরও আগে। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিই ছিল তাঁর সর্বশেষ ওয়ানডে। তাই সিরিজটি নিয়ে বাড়তি উত্তেজনা কাজ করছে এই পেস বোলিং অলরাউন্ডারের মনে। 

এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেছেন, 'জাতীয় দলের হয়ে ৭ মাস, আমারও প্রায় একবছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। বিশ্বকাপে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর আর চোটের কারণে খেলা হয়নি (ওয়ানডে)।'

'সবমিলিয়ে যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে আমরা হোম কন্ডিশনে খেলতেছি আশাকরি সুবিধা পাবো। আমরা সবাই আত্মবিশ্বাসী, যেহেতু টেস্ট ম্যাচটা প্রভাব বিস্তার করে জিতেছি। ঐ কম্বিনেশন ধরে রেখে আমরা এগোবো,' যোগ করেছেন সাইফউদ্দিন।