বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান সাইফউদ্দিন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 19:56 শুক্রবার, 28 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘ দিন ধরে পিঠের ইনজুরিতে ভোগা এই পেস বোলিং অলরাউন্ডার এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অনেকটা। এবার নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়ে মাঠে নিজেকে প্রমাণ করতে চান তিনি।  

গত ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই পিঠের ইনজুরিতে ভুগছেন সাইফউদ্দিন। এই কারণে ভারত এবং পাকিস্তান সফরেও যেতে পারেননি এই তরুণ। সম্প্রতি পুনর্বাসন প্রক্রিয়া শেষে অনুশীলন শুরু করেছেন সাইফউদ্দিন। আগামী ১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতেও প্রস্তুত তিনি। 

সাইফউদ্দিন বলেন, 'যেহেতু টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছে। নতুন করে ৫ মাস পর আমাকে তারা সুযোগ দিয়েছে। তাই আমার উপর আস্থা রাখার জন্য নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। আমি উনাদের আস্থার প্রতিদান দিতে চাই যদি সুযোগ পাই।'

৫ মাস পর দলে ফেরাটাকে নতুন শুরু হিসেবে দেখছেন সাইফউদ্দিন। এখন তাঁর লক্ষ্য ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে আবারো দলে জায়গা পাকাপোক্ত করা। ব্যাট কিংবা বলে যেকোনো দিক দিয়ে দলের জন্য অবদান রাখতে ইচ্ছুক তিনি। 

সাইফউদ্দিনের ভাষায়, 'যেহেতু ৫ মাস পর ফিরেছি সবকিছু নতুন বলা যায়, নতুনভাবে শুরু করতে চাই। এখানকার জায়গাটা এমনই আপনি যতক্ষণ পারফরম্যান্স করবেন ততক্ষণ দলে থাকবেন, পারফরম্যান্স না করলে টিমের বাইরে চলে যাবেন এটাই স্বাভাবিক। তারপরও চেষ্টা করছি, প্রথম ম্যাচ থেকে ব্যাটে হোক, বলে হোক দলে অবদান রাখার চেষ্টা থাকবে।'