নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার কাছে হেরেও সন্তুষ্ট সালমা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:45 শুক্রবার, 28 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার বাংলাদেশকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছেও পরাজিত হয় সালমাবাহিনী। 

বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে প্রথমে ব্যটিং করতে নেমে ২০ ওভারে ১৮৯ রানের পুঁজি দাঁড়া করায় অজি নারী  ক্রিকেটাররা। পাহাড় সমান লক্ষ্যে খেলতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ উইকেটে ১০৩ রানে থামে সালমারা। হতাশাজনক এই পরাজয়ের পরেও অসন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। তাঁর মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে খুব বেশি খারাপ করেনি তাঁর দল। 

তিনি বলেন, 'অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। আমরা প্রথমবারের মতো ওদের বিপক্ষে খেলেছি। সেই তুলনায় ওদের বোলিংয়ের বিরুদ্ধে বা ওদের শক্তিমত্তার বিপক্ষে আমরা যতটুকু খেলতে পেরেছি এটা আমাদের জন্য ভালো। আমি মনে করি আমাদের ভালো পারফরম্যান্স ছিল।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথমবারের মতো খেলার অভিজ্ঞতা হয়েছে সালমার বাংলাদেশের। মেগ ল্যানিংদের বিপক্ষে মাঠে নামার আগে ভিডিও ফুটেজ দেখে তাদের খেলার সম্পর্কে ধারণা নেয়ার চেষ্টা করেন সালমারা। কিন্তু এতে খুব একটা সাফল্য পাননি তারা। 

 

২৯ ফেব্রুয়ারি (শনিবার) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে সালমারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন নিউজিল্যান্ডকে। বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে এই ম্যাচটি।