ডিপিএল

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর আবারও একসঙ্গে আশরাফুল-মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:32 শুক্রবার, 28 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

এক সময় বাংলাদেশ জাতীয় দলের প্রাণ ভোমরা ছিলেন মোহাম্মদ আশরাফুল-মাশরাফি বিন মুর্তজা। এই দুজন সর্বশেষ ২০১৩ সালে একসঙ্গে খেলেছেন। সেবার বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠে নেমেছিলেন আশরাফুল-মাশরাফি।

বিপিএলের দ্বিতীয় আসরেই ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও মাশরাফির সঙ্গে তাঁর একই দলে খেলা হয়ে ওঠেনি। সাত বছর পর আবারও তারা একই দলে খেলতে চলেছেন।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আশরাফুল এবং মাশরাফি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন। ক্লাবটির কর্মকর্তা ডক্টর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকফ্রেঞ্জিকে।

দুজনের ক্রিকেট ক্যারিয়ারই এখন শেষ পর্যায়ে। এক দশক আগে সর্বশেষ টেস্ট খেলেছেন মাশরাফি। এরপর ২০১৮ সালে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারও শেষের দ্বারপ্রান্তে মাশরাফির।

এদিকে আশরাফুল ২০১৩ সালের পর জাতীয় দলের হয়ে কোনো ফরম্যাটে খেলেননি। এই দুজনকে দলে নিয়ে নিজেকে শক্তিমত্তা বাড়িয়েছে শেখ জামাল। আশরাফুল-মাশরাফি ছাড়াও নুরুল হাসান সোহান, ইমরুল কায়েস, তানবীর হায়দার, এবাদত হোসেন এবং জিয়াউর রহমান খেলবেন ক্লাবটির হয়ে।