বাংলাদেশ-জিম্বাবুয়ে

সাকিব টু ইন ওয়ান!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:39 শুক্রবার, 28 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। নিষেধাজ্ঞার পর এবারই প্রথম সাকিবকে ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ।

১ মার্চ (রবিবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। সাকিবের না থাকাকে নিজেদের জন্য সুবিধা মনে করছে জিম্বাবুয়ে। দলটির অলরাউন্ডার চামু চিবাবা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একথা জানিয়েছেন।

তিনি বলেছেন, 'দেখুন, সাকিব বাংলাদেশের একজন অসাধারণ খেলোয়াড়। এটা তাঁদের নতুন একটি শুরু (সাকিবকে ছাড়া)। ব্যাটে-বলে সে একজনের মধ্যে দুজন খেলোয়াড়। সাকিব না থাকায় আমাদের জন্য ভালো। সে একজন মানসম্পন্ন খেলোয়াড়।'

আন্তর্জাতিক ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবই সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। আসন্ন এই সিরিজে তাই সাকিবের শূন্যতা অনুভব করবে বাংলাদেশ দল।

জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ ম্যাচে ৪০ গড়ে ব্যাট হাতে ১৪০৪ রান করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বল হাতেও দারুণ উজ্জ্বল বাঁহাতি এই স্পিনার। তিনি ৭৪ উইকেট নিয়েছেন দলটির বিপক্ষে।