ভারতীয় ক্রিকেট

চাপ কমাতে আইপিএল থেকে দূরে থাকো, ভারতীয়দের কপিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:01 শুক্রবার, 28 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চাপ কমাতে ভারতের ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ ৮৩'র বিশ্বকাপ জয়ের নায়ক।

'কেউ যদি চাপ অনুভব করে তাহলে আইপিএলে না খেলাই ভালো। সেখানে আপনি আপনার দেশের প্রতিনিধিত্ব করবেন না। সুতরাং যখনই এমন চাপ আসবে তখন আইপিএলের সময় বিশ্রাম নিতে পারেন। যখন আপনি দেশের প্রতিনিধিত্ব করবেন, তখন অনুভূতি ভিন্ন রকমের হবে।', দি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন কপিল।

নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টেও হারে বিরাট কোহলির দল। দলের তারকা ক্রিকেটারদের কেউই পারফর্ম করতে পারছেন না।

মার্চের ২৯ তারিখে শুরু হচ্ছে আইপিএল। সেই সময়ে দলের তারকা ক্রিকেটারদের বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন কপিল। জাতীয় দলের হয়ে ভারতীয়দের আরও ভালো পারফর্ম করার জন্যেই এমনটা চান কপিল।

তিনি আরও বলেন, 'একটি সিরিজে আপনি যখন খেলেন তখন রান না করলে বা উইকেট না পেলে আপনি চাপে পড়বেন। যখন রান পাবেন বা উইকেট নেবেন, তখন কিন্তু চাপে পড়বেন না। আপনি সাত উইকেট নেবেন এবং ২০-৩০ ওভার বল করবেন, তখন কিন্তু ক্লান্ত হবেন না।

আবার আপনি ১০ ওভার করবেন, সাথে ৮০ রান দেবেন এবং উইকেটশূন্য থাকবেন, তখন কিন্তু চাপে পড়ে যাবেন। আপনার মাথা কিন্তু এভাবেই কাজ করবে। পারফরম্যান্সই কেবল আপনাকে সন্তুষ্ট করতে পারে।'