শচিন- লারা প্রসঙ্গে ম্যাকগ্রা

শচিনের চাইতে লারা ভয়ঙ্করঃ ম্যাকগ্রা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:05 শুক্রবার, 28 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের চাইতে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে ভয়ঙ্কর বলে মনে করছেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসারের মতে, শচিনের চেয়েও অনেক বেশি নির্ভীক ছিলেন লারা।

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাকগ্রা বলেন, 'ব্রায়ানের দিনে সে বিশেষ কিছুই বটে। শচিনও তাঁর মতোই ভালো। তবে ব্রায়ানের মধ্যে বিশেষ কিছু ছিল। শচিন থেকে তাঁকে বল করা কঠিন ছিল। ব্রায়ান ছিল আরও বেশি নির্ভীক ও ভয়ঙ্কর।'

লারা এবং শচিনদের সময়কালে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে ম্যাকগ্রা ছাড়াও ছিলেন ব্রেট লি, শেন ওয়ার্নের মতো কিংবদন্তি বোলাররা। এ ছাড়া স্টুয়ার্ট ম্যাকগিল, নাথান ব্র্যাকেন, ব্র্যাড হগ, শন টেইট, জেসন গিলেস্পিদের মতো সেই সময়ের সেরা বোলাররাও ছিলেন এই দলে। 

কাগজে কলমে সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর ছিল অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ। এই আক্রমণাত্মক বোলিং বিভাগের বিপক্ষে বেশ দাপটের সঙ্গে খেলে গিয়েছেন লারা। শচিনও পেয়েছেন সাফল্য। তবে ম্যাকগ্রা'র চোখে ধ্রুপদি লারা।

'ব্রায়ান কখনোই তাঁর খেলার পরিবর্তন করতো না। আমি হয়তো তাঁকে ১৫ বার আউট করেছি। কিন্তু আমি এবং ওয়ার্ন যখন একসাথে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছি, তখনও সে আমাদের বিপক্ষে অনেকগুলো সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি করেছে।', বলেছেন ম্যাকগ্রা।