অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকা সিরিজ

জরিমানার কবলে প্রোটিয়া ক্রিকেটাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:19 বৃহস্পতিবার, 27 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। কুইন্টন ডি কক-হেনরিক ক্লাসেনদের ম্যাচ ফি'র ২০ ভাগ কর্তন করা হয়েছে।

সেই ম্যাচে ১০৭ রানে হারে প্রোটিয়ারা। কর্তব্যরত দুই আম্পায়ার আদ্রিয়ান হোল্ডষ্টক ও আলাহউদ্দিন পালেকার ম্যাচ শেষে রেফারি ব্র্যাড হোয়াইটের কাছে এই অভিযোগ আনেন। অভিযোগ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। 

আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ ভঙ্গ করে প্রোটিয়া ক্রিকেটাররা। যার কারণে এমন শাস্তি মেনে নিতে হয়েছে তাদের।

পূর্বে স্লো ওভার রেট হলে শুধুমাত্র অধিনায়ককে শাস্তি দিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুধু জরিমানা নয়, ম্যাচ থেকেও নিষেধাজ্ঞা দিত আইসিসি।

তবে এই নিয়মের পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এখন শুধু অধিনায়ক নন, স্লো ওভার রেটের কারণে পুরো দলকেই আর্থিক জরিমানা গুনতে হয়।

ইতোমধ্যেই অবশ্য সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৯৭ রানে হারে কুইন্টন ডি ককের দল। এই হারে ২-১ ব্যবধানে সিরিজ পরাজয় নিশ্চিত হয় প্রোটিয়াদের।