বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

কোনও ফরম্যাটে খেলতে আপত্তি নেই আল-আমিনের

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:33 বুধবার, 26 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২০১৩ সালে টেস্ট অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ৭টি টেস্ট খেলেছেন আল-আমিন হোসেন। লাল বলের ক্রিকেটে কালেভদ্রে দেখা যাওয়া এই ডানহাতি পেসারকে নিয়ে তাই কানাঘুষা উঠতেই পারে যে টেস্ট খেলতে তেমন আগ্রহী নন তিনি। 

কিন্তু যাকে নিয়ে এত আলোচনা, সেই আল-আমিন বিষয়টি মানতে চান না। বরং টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো ফরম্যাটে খেলতেই আপত্তি নেই তাঁর। একই সঙ্গে সবসময় যেকোনো সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে থাকেন তিনি। 

পিঠের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট ম্যাচে ছিলেন না আল-আমিন। তবে ঢাকা টেস্টে না খেললেও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে দক্ষিণাঞ্চলের হয়ে খেলেন তিনি। 

টেস্ট খেলতে ইচ্ছুক আল-আমিন নিজেই বলেন, 'এমন (টেস্ট না খেলা) চিন্তা থাকলে তো বিসিএল ফাইনাল খেলতে চাইতাম না। সাদা বল চিন্তা করে টিমের সাথেই অনুশীলন করতাম। যারা টেস্টে ছিল না তারা কোচের সঙ্গে কাজ করেছে। আমারও অনুশীলন করার কথা ছিল, আমি বিসিএল ফাইনাল খেলতে গিয়েছি। যেখানেই সুযোগ পাবো ভালো করার চেষ্টা করবো।' 

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে খেলার সুযোগ না হলেও নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখছেন আল-আমিন। তিনি বলেন, 'আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। সাদা কিংবা লাল বলের উপর ভিত্তি করে প্রস্তুতি  নেয়া খুব কঠিন। একজন ক্রিকেটার হিসেবে আপনাকে সমসময় প্রস্তুত থাকা উচিত।'

সর্বশেষ গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেন আল-আমিন। এরপর পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন তিনি। পিঠের ইনজুরিতে ভোগা আল-আমিনের মতে আবারো যেকোনো মুহূর্তে জাতীয় দলে সুযোগ আসতে পারে তাঁর। আর এই কারণেই নিজেকে প্রস্তুত রাখতে চান ৩০ বছর বয়সী এই পেসার। 

আল-আমিনের ভাষ্যমতে, 'বাংলাদেশের যখন তখন কিন্তু সুযোগ থাকে টেস্টে এখন আমাকে বিবেচনা করছে না বা খেলাচ্ছে না। যে কারো ইনজুরি বা অন্য কারণে সুযোগ আসলে আমি যেন কাজে লাগাতে পারি। আমি এভাবেই নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করি।'