বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

মমিনুল এখন আগ্রাসী এবং কঠোর!

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:42 মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২০১৯ সালের শেষ ভাগে বদলে যায় ব্যাটসম্যান মুমিনুল হকের পরিচয়। সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার তার কাঁধে ওঠে টেস্ট দলের নেতৃত্ব। নতুন এই পরিচয়ে শুরুর দিকে সাফল্য পাননি মুমিনুল। তবে অধিনায়ক হিসেবে চতুর্থ টেস্টে এসে জয়ের মুখ দেখেছে তার দল।

নিজেদের প্রথম তিন টেস্টে অধিনায়ক হিসেবে ইনিংসে হারার স্বাদ পাওয়া এই কাপ্তানের অধীনে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে জিতেছে বাংলাদেশ। জয়ের পর মুমিনুল সংবাদ সম্মেলনে এসেছেন হাসি মুখেই।

স্বভাবগত দিক দিয়ে চুপচাপ এবং লাজুক মুমিনুলকেই চিনেন সবাই। কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পর বদলেছেন তিনি। অবশ্য এ কথা সাংবাদিকদের নিজেই বলেছেন টেস্ট অধিনায়ক। বাড়তি দায়িত্বের সঙ্গে আগ্রাসী এবং কঠোর হতে হয়েছে তাঁকে।

মুমিনুল বলেন, `আমার অধিনায়কত্ব শুরু হয়েছিল বিসিএল, এনসিএল দিয়ে। ওই জায়গায় প্রথমে এরকমই ছিলাম পরে দেখলাম যে না জিনিসটা পরিবর্তন করতে হবে। যারা মাঠে থাকে তারা জানে। একটু আক্রমণাত্মক এবং কঠোর থাকতে হয়। কঠোর না, মানে আক্রমণাত্মক থাকতে হয় আরকি। সবাইকেই ঝাড়ি মারি।'

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর আগে মুমিনুলকে লাজুক বলেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তাই দলের সিনিয়রদের অধিনায়ককে সাহায্য করার জন্য এগিয়ে আসতে বলেন তিনি। 

নাজমুল হাসান সেসময় বলেন, 'কোনো দেশই আমাদের হালকা ভাবে নেয় না। জিম্বাবুয়ে শক্তি প্রতিপক্ষ। আমি একা কি করলাম ফিফটি করালাম না কি করলাম কিছু যায় আসে না। টিম ওয়ার্ক লাগবে। মুমিনুল তো লাজুক। আমি তামিম, মুশফিক ওদের বলেছি পুরোপুরি তোমাদের যুক্ত হতে হবে।'