বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

কেউ ৩০০-৪০০ করবে বিশ্বাস মুমিনুলের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 16:37 মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

মিরপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হককে জিজ্ঞেস করা হয়েছিল, গত পাঁচ টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কাছ থেকে আসেনি সেঞ্চুরি, এই সেঞ্চুরিখরা ঘুঁচবে কবে? 

মুমিনুল উত্তরে বলেছিলেন, ‘আমার কথা বলতেছি না। আমি আমার কথা বলি না প্রেস কনফারেন্সে, দলের কথাই বলি। আমাদের টিমের কেউ ১০০, ২০০ বা ৩০০ করবে কথা দিলাম, যে কেউ হোক বড় ইনিংস খেলবে ইনশাআল্লাহ।’

জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টে নিজে সেঞ্চুরি করে কথা রেখেছেন মুমিনুল। ডাবল সেঞ্চুরি করে অধিনায়কের কথার মর্যাদা রেখেছেন মুশফিকুর রহিম। আগামীতে আরও বড় প্রত্যাশা থাকবে বলে জানিয়েছেন মুমিনুল।

ব্যাটসম্যানদের কাছ থেকে ৪০০-৫০০ প্রত্যাশা করলে কেউ ৩০০-৪০০ করে দেখাতে পারবেন বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তাঁর মতে প্রত্যাশা করলে বড় কিছুর প্রত্যাশা করা উচিত।

এ প্রসঙ্গে মুমিনুল বলেছেন, 'দেখেন আমি একটু আগে বলছি যে আমি যখন আশা করি তখন বড়বড় আশা করি। আমি ১০০, ১৫০ এর জন্য হোপ করিনা। ২০০, ৩০০ এর হোপ করি, আল্লহাওর রহমতে ৩০০ বলছি মুশফিক ভাই ২০০ করে দিছে। পরের দিন থেকে ৪০০-৫০০ বলতে হবে তাহলে ৩০০-৪০০ করবে।'