বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:02 মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এর ফলে দীর্ঘ ৬ ম্যাচ পর সাদা পোষাকে জয়ের দেখা পেল বাংলাদেশ। 

জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ৫৬০ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে নাইম হাসানের ঘূর্ণিতে ১৮৯ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে।

২ উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে দিনের দিনের সপ্তম ওভারেই উইকেট হারিয়েছে। তাইজুল ইসলামের লেগ স্টাম্পের পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন কাসুজা। বলটি ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে মোহাম্মদ মিঠুনের হাতে।

৩৪ বলে ১০ রান করে ফেরেন কাসুজা। আগের দিনই ২ উইকেট তুলে নিয়েছিলেন নাঈম হাসান। চতুর্থ দিন বোলিং করতে এসে ১৭ রান করা ব্র্যান্ডন টেলরকে তাইজুলের ক্যাচ বানিয়ে আউট করেন এই তরুণ অফ স্পিনার।

মাত্র ৪৪ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়েকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক ক্রেইগ আরভিন এবং সিকান্দার রাজা। ৪৩ রান করা আরভিন রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে।

সিকান্দার রাজা ৩৩ এবং টিমিসেন মারুমা ৩ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যান। বিরতির পর সিকান্দার রাজাকে হারায় জিম্বাবুয়ে। তিনি ৩৭ রান করে তাইজুল ইসলামের বলে মুশফিকের হাতে ক্যাচ দেন মিড উইকেটে।

এরপর পানি পানের বিরতির ঠিক আগে রেগিস চাকাভাকে ফেরান তাইজুল। এনিসলে এনডিলোভু এলবিডব্লিউ হয়ে ফেরেন মাত্র ৪ রান করে। দারুণ খেলতে থাকা মারুমাকে ৪১ রানে তামিমের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেটের দেখা পান নাঈম।

চার্লটন টিসুমাকে ৩ রান করা কে ফিরিয়ে জিম্বাবুয়েকে অল আউট করে দেন তাইজুল।

সংক্ষিপ্ত স্কোরঃ

জিম্বাবুয়ে প্রথম ইনিংসঃ ২৬৫/১০ (১০৬.৩ ওভার) (আরভিন ১০৭, মাসভাউরে ৬৪; নাঈম ৪/৭০, রাহি ৪/৭১)

বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৫৬০/৬ (১৫৪ ওভার) (ইনিংস ঘোষণা) (মুশফিক ২০৩*, মুমিনুল ১৩২, শান্ত ৭১, লিটন ৫৩; এনডিলোভু ২/১৭০)

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসঃ ১৮৯/১০ (৫৭.৩ ওভার) (টেলর ১৭, আরভিন ৪৩, রাজা ৩৭, মারুমা ৪১; নাঈম ৫/৮২, তাইজুল ৪/৭৮)