ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)

প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ নির্ধারণ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:25 রবিবার, 23 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আগামী মাসেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ১৫ মার্চ থেকে শুরু হবে এবারের আসর। দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের দল বদল শুরু হবে ৩ মার্চ। দল বদলের এই পালা চলবে ৫ মার্চ পর্যন্ত। 

৫০ ওভারের টুর্নামেন্ট দিয়ে শুরু হবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর অনুষ্ঠিত হবে ২০ ওভারের টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হওয়ায় ২০ ওভারের টুর্নামেন্টও আয়োজন করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

গত বছর প্রথম বারের মতো প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আয়োজন করেছিল সিসিডিএম। ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি। প্রথম আসরে শিরোপা ঘরে তোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 

৫০ ওভারের টুর্নামেন্টে গেল বছর শিরোপা জিতেছিল আবাহনী লিমিটেড। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তোলে মোসাদ্দেক হোসেনের দল। 

লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের মোট ৬টি আসর মাঠে গড়িয়েছে। ১৫ মার্চ থেকে শুরু হওয়া আসরটি হবে সপ্তম। 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩ বার শিরোপা জিতেছে আবাহনী। দুইবার এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে গাজি গ্রুপ ক্রিকেটার্স। ২০১৪-১৫ মৌসুমে শিরোপা জিতেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।