বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

তাইজুলের ভালো বোলিংয়ের সুফল পেয়েছেন নাঈম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:25 শনিবার, 22 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সেরা বোলার নাঈম হাসান। তিনি মাত্র ৬৮ রান খরচায় ৪ উইকেট পেয়েছেন। যদিও দিনের খেলা শেষে তিনি এই কৃতিত্ব দিয়েছেন সতীর্থ তাইজুল ইসলামকে।

নাঈম মনে করেন একপ্রান্তে তাইজুল আঁটসাঁট বোলিং করায় অপর প্রান্ত থেকে উইকেট পেয়েছেন তিনি। এ ছাড়া পুরো দিনের বোলিং পারফরম্যান্স বিবেচনা করে নিজের বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাঈম।

এ প্রসঙ্গে নাঈম বলেছেন, 'পুরো দিনের বোলিংয়ে আমি খুশি আছি। তাইজুল ভাই উইকেট পায়নি। তাইজুল ভাই ভালো বোলিং করেছে বিধায় আমি উইকেটটা পেয়েছি। আজকে আমি পেয়েছি। কাল আমি এক পাশ থেকে ডট দিলে তাইজুল ভাই পাবে।'

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট থেকে প্রথম দিন খুব বেশি সুবিধা পাননি বাংলাদেশের স্পিনাররা। টার্ন না থাকলেও এক জায়গায় নিয়মিত বোলিং করে সফল হয়েছেন তারা। এই উইকেটে টিকে থাকলে ব্যাটিং করা সহজ বলে মনে করেন নাঈম।

তিনি বলেছেন, 'এখন আমরা খুব ভালো অবস্থায় আছি। উইকেটটাও ভালো আছে। আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে। ওইপাশ থেকে রানটা যখন কম এসেছে তখন উইকেট বের হয়েছে। উইকেটে থাকলে মনে হয় ব্যাটিং করা সহজ।'