বিসিএল

বিসিএল ফাইনাল খেলবেন তামিম-মাহমুদউল্লাহ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:22 শুক্রবার, 21 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের চলতি আসরের ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে শনিবার (২২ ফেব্রুয়ারি)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

শুক্রবার ফাইনালের জন্য দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচে খেলবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে তাঁকে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলে ঢাকা টেস্টে অভিষেক হচ্ছে না পেসার হাসান মাহমুদের। তাঁকে বিসিএল ফাইনালের জন্য ছেড়ে দেয়া হয়েছে। এই পেসারও খেলবেন পূর্বাঞ্চলের হয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বিসিএল ফাইনালে খেলবে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে। বিসিএলের এবারের পুরো আসরের ম্যাচ চারদিনের হলেও ফাইনাল ম্যাচটি পাঁচ দিনের।

বিসিবি দক্ষিণাঞ্চলঃ

আব্দুর রাজ্জাক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আল-আমিন জুনিয়র, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বী, মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান, মেহেদী হাসান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বী, আল-আমিন হোসেন, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, নাসুম আহমেদ ও তাসামুল হক।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলঃ

মোহাম্মদ আশরাফুল, পিনাক ঘোষ, তানজিদ হাসান তামিম, ইমরুল কায়েস, নাসির হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান, মাহমুদুল হাসান লিমন, অমিত হাসান, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, হাসান মাহমুদ, রুবেল হোসেন, সাকলায়েন সজীব ও রনি চৌধুরী।